ভিয়েতনামের শিল্প এলাকায় করোনার হানা: আক্রান্ত ১৭৪, মৃত্যু ৬ জনের
ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটিসহ কমপক্ষে দশটি জায়গায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনায় ১৭৪ জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৬ জন। কিন্তু নতুন সংক্রমণের উৎসস্থল স্পষ্ট নয়।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট আজ এ খবর জানিয়েছে।
ভিয়েতনাম সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, সর্বশেষ যারা আক্রান্ত হয়েছে, তাদের ২৩ শতাংশের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ নেই। আর ৯৬ মিলিয়ন জনসংখ্যার এই দেশে এখন পর্যন্ত ৬২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
কিছু দিন আগে দানাং শহরে নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নগরীর চারটি কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানা চারটিতে ৩৭০০ জন কর্মী রয়েছে।
ভিয়েতনামের পত্রিকা লাও দং পত্রিকাও রাজধানী হ্যানয়ের শিল্পাঞ্চলে চার ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ায় খবর দিয়েছে। এই এলাকায় ৭৭ হাজারেরও বেশি কর্মী কাজ করে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুগেইন জুয়ান ফুচ বলেন, করোনার এই নতুন প্রাদুর্ভাবকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগের চেয়ে এখন আরও জটিল পরিস্থিতির তৈরি হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স তাদের এক খবরে জানিয়েছে, ভিয়েতনামে নতুন করে সংক্রমণ দেখা দেওয়ায় গত এক সপ্তাহে ৫২ হাজার মানুষের করোনা টেস্ট করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে-করোনার এই প্রকোপের বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে তারা সর্বাত্মক ব্যবস্থা' গ্রহণের অংশ হিসেবে দানাংয়ের পুরো- ১.১ মিলিয়ন জনসংখ্যার-সবার করোনা পরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শহরটি গত সপ্তাহেই লকডাউন ঘোষণা করা হয়েছে। বিনোদনকেন্দ্রগুলো বন্ধসহ শহরটিতে ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, দানাংয়ে ভাইরাসের যে সংক্রমণ ধরা পড়েছে তা আগে বড় ক্ষতির কারণ হতে পারে। এখন প্রতিটি সংক্রামিত ব্যক্তি পাঁচ থেকে ছয়জনকে সংক্রামিত করতে পারে, বছরের প্রথম দিকে সংক্রমণের এই মাত্রা ১.৮-২.২ জন ছিলো।
ভিয়েতনামে জানুয়ারির শেষ দিকে যখন প্রথম করোনা সংক্রমণের ঘটনা ধরা পড়ে তখনই দেশটির কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করে, ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছিল।
সেই সময়ে গ্রহণ করা পদক্ষেপগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। এপ্রিলের পর থেকে পরবর্তী তিন মাসেরও বেশি সময় ভিয়েতনাম সফলভাবে স্থানীয় সংক্রমণের ঘটনা ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিল।
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দানাংয়ে এপ্রিলের পর প্রথম গত ২৪ জুলাই নতুন করে একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়।