মনোরোগ থাকলে বাড়ে গুরুতর কোভিড ও মৃত্যুঝুঁকি, সিডিসির উচ্চ ঝুঁকি তালিকায় যোগ
যে সব স্বাস্থ্যগত জটিলতা থাকলে কোভিডজনিত গুরুতর অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়, সে তালিকায় নতুন করেন বিভিন্ন ধরনের মুড ডিজঅর্ডার যোগ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
এ কারণে ডিপ্রেশন ও সিজোফ্রেনিয়া স্পেকট্রামের রোগে আক্রান্ত লাখ লাখ আমেরিকানকে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
মানসিক স্বাস্থ্যজনিত জটিলতায় ভোগা যে কোনো বয়সের মানুষের কোভিড আক্রান্ত হলে ঝুঁকি বেশি থাকে এমন প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পিয়ার রিভিউড জার্নাল জামা সাইকিয়াট্রিতে এ মাসে প্রকাশিত একটি মেটা অ্যানালাইসিসে দেখা গেছে, বিভিন্ন ধরনের মুড ডিজঅর্ডারে আক্রান্ত থাকার সঙ্গে কোভিডজনিত গুরুতর অসুস্থতা ও মৃত্যুর সংযোগ আছে।
এ বছরের জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের কোভিডজনিত মৃত্যুর সম্ভাবনা তিনগুণ বেশি। যদিও মুড ও এংজাইটি ডিজঅর্ডারে আক্রান্তদের আলাদা মৃত্যুঝুঁকি নেই বলা হয় গবেষণাটিতে।
২০২০ সালে ল্যানসেট সাইকিয়াট্রিতে প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছিল, কোভিডের ক্ষেত্রে একটি আলাদা ঝুঁকির কারণ হতে পারে মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা।
ল্যানসেটে প্রকাশিত গবেষণাটির প্রধান গবেষক ড. ম্যাক্সিক ট্যাকেট নিউ ইয়র্ক টাইমসকে বলেন, "এটি শুধু কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় না, কোভিডের গুরুতর অসুস্থতার প্রকোপও বেড়ে যায় এর ফলে।"
গত ১৪ অক্টোবর ঝুঁকির কারণেই তালিকায় নতুন এই সংযোজন এনেছে সিডিসি। এর মাধ্যমে দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা, ডায়াবেটিস, স্থূলতা, মাদকাসক্তির সঙ্গে যে সব পূর্ববর্তী স্বাস্থ্যগত জটিলতার কারণে কোভিডজনিত অসুস্থতা ও মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়, সে তালিকায় যুক্ত হলো মানসিক স্বাস্থ্য জটিলতা।
দীর্ঘমেয়াদি মানসিক স্বাস্থ্যগত জটিলতা থাকলে সেই ব্যক্তি শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েন, বেড়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। একারণে মানসিক স্বাস্থ্যের সঙ্গের গুরুতর কোভিডের সংযোগ খুঁজেছেন গবেষকরা।
ন্যাশনাল এলায়েন্স অন মেন্টাল ইলনেসের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ক্রিস্টাইন ক্রাফোর্ড বলেন, "ডিপ্রেশনের মতো অসুস্থতাগুলোর কারণে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর ঝড় বয়ে যায়। এ কারণে অতিরিক্ত ঝুঁকিতে থাকেন তারা।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারির কারণে বিশ্বজুড়ে ডিপ্রেশনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ কোটি ৩০ লাখ।
জামা সাইকিয়াট্রির সাম্প্রতিক এ গবেষণাটির একজন গবেষক রজার ম্যাকলানটাইর বলেন, "ডিপ্রেশনে ভোগা মানুষের ব্যাপারে আমাদের অতি সতর্ক থাকার কারণ আছে। ভ্যাকসিন নিতে তাদেরও অগ্রাধিকার দেওয়া উচিৎ।"