মর্ডানার ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা কার্যকর থাকবে 'এক বছর'
মডার্নার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা এক বছর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জেপি মরগান হেলথ কেয়ারের কনফারেন্সে এ তথ্য জানিয়েছে ঔষধ প্রস্তুতকারক কোম্পানিটি।
কোম্পানিটির মতে, এ ভাইরাসের মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ- ভাইরাসের একটি জেনেটিক বস্তু) প্রযুক্তির জন্য এটি সাম্প্রতিক সময়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির সংক্রমণকেও প্রতিরোধ করতে সক্ষম।
মডার্নার তৈরিকৃত এমআরএনএ -1273, ভ্যাকসিনটি এই সিন্থেটিক এমআরএনএ ব্যবহার করে করোনাভাইরাসের উপরের পৃষ্ঠকে অনুকরণ করে এবং আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সেটিকে পরিচিত করে তোলে। ফলে আমাদের প্রতিরোধ পদ্ধতি এটিকে প্রশমনের ব্যবস্থা গ্রহণ করতে পারে।
ডিসেম্বরে মডার্না জানিয়েছিল, ভাইরাসের বিভিন্ন স্ট্রেইনের (ধরন) বিপরীতে ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক পদ্ধতি গ্রহণ করবে তারা।
সোমবার কোম্পানিটি জানায়, ২০২১ এ তারা ৬০ থেকে ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের প্রত্যাশা করছে। এছাড়াও বিভিন্ন সরকারের সাথে চুক্তি স্বাক্ষরের ফলে তাদের প্রত্যাশা ভ্যাকসিন বিক্রয় থেকে তাদের আয় হবে বছরে ১১৭০ কোটি ডলার।
মডার্নার চিফ এক্সিকিউটিভ অফিসার স্টাফেন ব্যানসেল জানান, "এই মুহুর্তে আমাদের কাছে ভ্যাকসিন সম্পর্কিত যতখানি 'ট্র্যাক রেকর্ড' রয়েছে তাতে পুরো দল স্বস্তি বোধ করছে… আমরা ৬০ কোটি টিকা সরবরাহের পথে রয়েছি"।