মহামারি শেষ হওয়ার ধারে কাছেও নেই বিশ্ব: ডব্লিউএইচও
চীনে নতুন করোনাভাইরাসের প্রথম সংক্রমণটি ধরা পড়ার পর আজ মঙ্গলবার তার ছয়মাস পূর্ণ হয়েছে। এই ছয় মাসে আদতেই বিশ্বকে বদলে দিয়েছে ক্ষতিকর অণুজীবটি। এর আগে বৈশ্বিক আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়ায় গত সোমবারেই। মৃতের সংখ্যাও পাঁচ লাখ অতিক্রম করেছে।
এই অবস্থায় সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব- তেদ্রোস আধানম ঘেব্রেইসুস অচিরেই মহামারি শেষ হওয়ার আশার শিখায় পানি ঢেলে দিলেন যেন কঠিন বাস্তবতকে তুলে ধরে।
জেনেভার প্রধান কার্যালয়ের দৈনিক ব্রিফিংয়ে এসময় ডক্টর ঘেব্রেইসুস বলেন, মহামারি শেষ হওয়ার ধারে কাছেও নেই আমরা। কিছু কিছু দেশে সফলতা এসেছে বটে, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে মহামারি আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। আমরা সবাই এই বিপদের মোকাবিলা করছি। আরও দীর্ঘসময় এ সঙ্কট আমাদের ঘাড়ে করে পাড়ি দিতে হবে। খবর সিএনএনের।
একইদিন, সার্স কোভ-২ বা নতুন করোনাভাইরাসের উৎসের অনুসন্ধানে চীনে একটি গবেষক দল পাঠানোর কথা নিশ্চিত করেন হু'র মহাপরিচালক। ভাইরাসের উৎস নিয়ে রাজনৈতিক দোষারোপের জেরে এখন বেইজিংয়ের সঙ্গে কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের সম্পর্ক টানটান উত্তেজনায় রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এর মধ্যে অন্যতম।
ডক্টর ঘেব্রেইসুস বলেন, ভাইরাসের উৎস সম্পর্কে জানা অতি, অতি-গুরুত্বপূর্ণ। এর জীবনচক্র সম্পর্কে সবকিছু জানা থাকলেই কেবল এটি প্রতিহত করা সম্ভব। তাই কিভাবে এ ভাইরাস ছড়ালো তা জানা আবশ্যক হয়ে পড়েছে।