মার্কিন নির্বাচনের আগে কোভিড টিকা অনুমোদনের আবেদন করবে না ফাইজার
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের প্রার্থী এবং বর্তমান রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প তার আগেই বাজারে কোভিড টিকা আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এনিয়ে তাকে আবারও নিরাশ করেছে দেশটির অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি- ফাইজার ইঙ্ক।
প্রতিষ্ঠানটি জার্মানির আরেক কোম্পানি বায়োএনটেক- এর সঙ্গে টিকা তৈরির কাজ করছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)- এর কাছে জরুরি অনুমোদনের জন্য অচিরেই তাদের তৈরি টিকার আবেদন করার কথাও ভাবছে না তারা।
রাজনৈতিক বিবেচনায় তাড়াহুড়ো নয়, বরং সতর্ক ও স্থির পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফাইজার। এজন্য নভেম্বরের শেষে নাগাদ টিকার সুরক্ষা ও কার্যকারিতা বিষয়ক ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশ করবে।
ফাইজার জানায়, নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ বিশ্লেষিত ফলাফল হাতে আসার আশা করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে সন্তোষজনক উপাত্ত মিললে নিয়ন্ত্রক সংস্থার (এফডিএ) কাছে এর জরুরি প্রয়োগের স্বীকৃতি চেয়ে আবেদন করা হবে।
কোম্পানিটির এ ঘোষণায় আজ শুক্রবার মার্কিন পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারের দর বাড়ে। বাজারের অন্যান্য কোম্পানির শেয়ারের দরও বেড়েছে সুরক্ষিত ভ্যাকসিন নিয়ে আশা ঘিরে। ফলে সার্বিকভাবেই উদ্দীপ্ত হয়ে ওঠে বৃহত্তর মার্কিন পুঁজিবাজার।
শুক্রবার ডাউ জোন্স শিল্পসুচক ওয়াইএম০০ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। তাছাড়া, শীর্ষ পাঁচশ' মার্কিন প্রতিষ্ঠানের বাজার অবস্থান সূচক এসঅ্যান্ডপি-৫০০ এর ইএস০০ বাড়ে দশমিক ২৩ শতাংশ। নাসডাক-১০০ ফিউচার্স সূচকের এনকিউ০০ দশমিক ৫১ শতাংশ স্ফীতি লাভ করে।
এদিকে গবেষণায় যে অগ্রগতি এসেছে, তার কারণে চলতি বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে কোভিড টিকা চলে আসতে পারে। এর ফলে বিশ্বের শীর্ষ করোনা প্রভাবিত রাষ্ট্রের নাগরিকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বিপর্যস্ত বিশ্ব অর্থনীতিতেও নতুন গতি যোগ হবে।
এর আগে এফডিএ জানিয়েছিল, প্রার্থী টিকার সুরক্ষা পরীক্ষার অন্তত দুই মাসের তথ্য-উপাত্ত পাওয়ার ভিত্তিতেই তারা অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জরুরি ভিত্তিতে প্রয়োগের ক্ষেত্রেই এ নিয়ম করা হয়েছে। এ ধরনের প্রয়োগ শুধুমাত্র জীবন বিপন্ন হওয়া সংক্রমিতদের মধ্যেই করা যাবে।
ফাইজারের মুখ্য নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে আবেদন নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করে, নির্ভরযোগ্য সুরক্ষার তথ্য না পেলে এফডিএ'র স্বীকৃতি পাওয়া যাবে না। এবং চলতি অক্টোবরের শেষে এসব সুরক্ষা পরীক্ষার তথ্য না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বোরলা জানান, চলমান পরীক্ষার নানা দিক, যেমন; স্বেচ্ছাসেবীদের নিবন্ধন এবং ডোজ দেওয়ার অগ্রগতি হিসাব করে তাদের বিশেষজ্ঞরা নভেম্বরের তৃতীয় সপ্তাহে এর সকল তথ্য-উপাত্ত হাতে আসার অনুমান করছেন।
ওই সব তথ্য প্রথমে নিজেরা বিশ্লেষণ করবে ফাইজার। এরপর খুব দ্রুত এফডিএ'র কাছে এ সংক্রান্ত আবেদন করার কথাও তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলতি অক্টোবরের শেষ নাগাদ তাদের তৃতীয় বা সর্বশেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে, বলে জানিয়েছিল ফাইজার ইঙ্ক।
- সূত্র: সিএনবিসি, মার্কেট ওয়াচ