মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু
প্রবল বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের মালাড ওয়েস্টে একটি ভবন ধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল মুম্বাই জুড়ে। সারা দিনই চলে সেই বৃষ্টি। বিভিন্ন রাস্তা এবং রেললাইন জলমগ্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে বন্ধ হয়ে যায়।এরমধ্যেই রাত ১০টা নাগাদ মালাড ওয়েস্টের নিউ কালেক্টর কম্পাউডের একটি তিন তলা আবাসিক ভবন ভেঙে পড়ে।
বাড়িটি ভেঙে পড়ার সময় সেখানে আটকে ছিলেন অনেক বাসিন্দা। বেশ কিছু শিশুও ছিল ভবনে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ মিলে প্রাথমিকভাবে উদ্ধার করে ১৫ জনকে। ইতিমধ্যে দমকল বাহিনী এবং উদ্ধারকারী দলও এসে ভবনের ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।
সিদ্দিকি নামে একজন স্থানীয় বাসিন্দা ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে বলেন, 'রাত ১০টা ১৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। দু'জন আমায় বাড়ি থেকে বেরিয়ে আসতে বললে আমি বেড়িয়ে আসি। বাইরে আসার সময় দেখি যে আমাদের আবাসনের কাছে একটি খামারসহ তিনটি আবাসন ভেঙে পড়েছে।'
মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেছেন, ''ভারী বৃষ্টিপাতের ফলেই ভেঙে পড়েছে ওই বহুতলটি।'' ওই এলাকার আরও তিনটি বহুতলকে 'বিপজ্জনক' হিসাবে চিহ্নিত করেছেন মুম্বাই নগর কর্তৃপক্ষ। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও চলছে।
- সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা