মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ সম্মাননা দিলেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'লিজিয়ন অফ মেরিট' সম্মাননা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে মোদীর হয়ে এই সম্মানটি গ্রহণ করেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। তার হাতে এই মানপত্রটি তুলে দেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।
মোদীকে দেওয়া হয়েছে চিফ কম্যান্ডার অফ দ্য লিজিওন অফ মেরিট সম্মান, যেটা শুধু রাষ্ট্রনেতারাই পান। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে যে ভাবে ক্রমশ ভারত বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে, এই সম্মান তারই স্বীকৃতি বলে জানিয়েছেন ব্রায়েন। একই ভাবে যে ভাবে মোদীর নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্কে উন্নতি হয়েছে সেই জন্য তাকে এই সম্মান দেওয়া হল বলে জানিয়েছেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা।
একই ভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেওয়া হয়েছে এই সম্মাননা।
আগামী মাসে আমেরিকায় প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। এখনও হার না স্বীকার করলেও সরে যেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তার আগে কোয়াড দেশভুক্ত নেতাদের সম্মান জানালেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস