যুদ্ধবিরতির পর আল আকসা প্রাঙ্গণে আবারও হানা দিল ইসরায়েলি পুলিশ
ইসরায়েল এবং গাজা উপত্যকার ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি এপর্যন্ত লঙ্ঘিত না হলেও, অধিকৃত পূর্ব জেরুজালেমে আবারও সৃষ্টি হয়েছে সংঘাতের উত্তেজনা। আজ শুক্রবার (২১ মে) আল আকসা মসজিদের প্রাঙ্গণে হানা দিয়েছে ইসরায়েলি পুলিশ। তারা জুম্মার নামাজে অংশ নেওয়া ফিলিস্তিনিদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করেছে।
অথচ, স্থানীয় সময় আজ শুক্রবার দিনের প্রথমভাগেই মিশরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির সমঝোতাটি কার্যকর হয়। তার আগে টানা ১১ দিন ধরে হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে প্রচণ্ড বিমান হামলা চালায় ইসরায়েল। এসময় হামাসও হাজার হাজার রকেট ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়ে। চতুর্থ গাজা যুদ্ধ খ্যাত এই সংঘাতের কেন্দ্রীয় ইস্যুই ছিল আল-আকসা মসজিদে প্রার্থণারত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের কঠোর শক্তি প্রয়োগ।
শুক্রবারের ঘটনায় আল আকসার ওপর আগ্রাসন অব্যাহত রাখারই ইঙ্গিত দিল ইহুদীবাদী রাষ্ট্রটি।
ইতঃপূর্বে, যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা এবং পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনি বিজয় মিছিল করে এবং জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করে।
কিন্তু, গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় কমপক্ষে নিহত হন ২৪৩ ফিলিস্তিনি, তাদের মধ্যে শিশু ছিল ৬৬ জন। দারিদ্র্যপীরিত গাজায় বোমা হামলার ক্ষয়ক্ষতি স্থানীয়দের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
অন্যদিকে, হামাসের পাল্টা আঘাতে দুই শিশুসহ ১২ জন ইসরায়েলি নিহত হয়।
আল আকসায় শুক্রবারের পুলিশি অভিযান আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে বলেও শঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা