যে দেশে প্রবেশের জন্য যে টিকা
কোভিড মহামারির কারণে আরোপিত বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে দেশগুলো। টিকা নেওয়ার শর্তে কিছু দেশে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। তবে কোনো কোনো দেশে প্রবেশের জন্য আপনাকে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের টিকা নিতে হবে।
অনেক দেশে আবার কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের টিকা নিলে প্রবেশাধিকার পাবেন না। যেমন, কিছু দেশে চীনের সিনোফার্ম টিকা অনুমোদিত নয়। ফলে ওসব দেশে এই টিকা নেওয়া কেউ প্রবেশাধিকার পাবে না।
আপনি যে কোভিড টিকা নিয়েছেন, সেটি কি আপনার গন্তব্যের দেশটিতে স্বীকৃত? চলুন নিচের তালিকার সঙ্গে মিলিয়ে দেখে নেওয়া যাক।
সৌদি আরব
১৬ জুন থেকে যারা সৌদি আরবে ঘুরতে যাচ্ছেন, তাদেরকে একটি সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। সৌদি আরবে প্রবেশের জন্য আপনাকে নিম্নোক্ত টিকাগুলোর যেকোন একটি নিতে হবে:
• ফাইজার-বায়োএনটেক
• অ্যাস্ট্রাজেনেকা
• মডার্না
• জনসন অ্যান্ড জনসন
টিকার শেষ ডোজ নেওয়ার কমপক্ষে ১৪ দিন পর আপনি সৌদি আরবে প্রবেশাধিকার পাবেন। দেশটিতে অবস্থানকালে আপনাকে সবসময় সঙ্গে টিকা কার্ড রাখতে হবে।
কুয়েত
বৈধ রেসিডেন্স পারমিট ও পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে ১ আগস্ট থেকে কুয়েতে প্রবেশ করা যাবে। নিম্নোক্ত টিকাগুলোর যেকোন একটা নেওয়া থাকলে আপনি কুয়েতে প্রবেশাধিকার পাবেন:
• ফাইজার-বায়োএনটেক
• মডার্না
• অ্যাস্ট্রাজেনেকা
• জনসন অ্যান্ড জনসন
ইউরোপ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া যেকোন টিকা নেওয়া থাকলেই আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন। গত ১ জুন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিম্নোক্ত টিকাগুলোকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে:
• ফাইজার-বায়োএনটেক
• অ্যাস্ট্রাজেনেকা
• মডার্না
• জনসন অ্যান্ড জনসন
• সিনোভ্যাক
• সিনোফার্ম
কানাডা
কানাডা সরকার যেসব টিকার অনুমোদন দিয়েছে, ওগুলোর কোনো একটি নেওয়া থাকলে আপনি কানাডায় প্রবেশ করতে পারবেন।
গত ৫ জুলাই পর্যন্ত কানাডা সরকারের অনুমোদন পাওয়া টিকাগুলো হচ্ছে:
• ফাইজার-বায়োএনটেক
• অ্যাস্ট্রাজেনেকা
• মডার্না
• জনসন অ্যান্ড জনসন
কানাডায় প্রবেশের কমপক্ষে ১৪ দিন আগে আপনাকে টিকার শেষ ডোজ নিতে হবে।
আবার নিম্নোক্ত টিকাগুলো নেওয়া থাকলে আপনি কানাডায় প্রবেশ করতে পারবেন না:
• ভারত বায়োটেক
• ক্যানসিনো
• গ্যামালিয়া
• সিনোফার্ম
• সিনোভ্যাক
• ভেক্টর ইনস্টিটিউট
• অন্যান্য
থাইল্যান্ড (ফুকেট)
থাই সরকারের ট্যুরিজম স্যান্ডবক্স প্রোগ্রামের আওতায় থাইল্যান্ডে প্রবেশ করতে হলে পর্যটকদের অবশ্যই থাই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর নিবন্ধন থাকা টিকা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা নেওয়া থাকতে হবে।
২৯ জুন পর্যন্ত এই প্রোগ্রামের জন্য ফুকেটই একমাত্র মনোনীত প্রদেশ।
গত ২৪ জুন পর্যন্ত নিম্নোক্ত টিকাগুলো থাই এফডিএ-র অনুমোদন পেয়েছে:
• ফাইজার-বায়োএনটেক
• অ্যাস্ট্রাজেনেকা
• মডার্না
• জনসন অ্যান্ড জনসন
• সিনোভ্যাক
• সিনোফার্ম
এছাড়াও যুক্তরাষ্ট্র, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তাইওয়ান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো কিছু দেশে প্রবেশের জন্য আপাতত নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের টিকা নেওয়ার প্রয়োজন নেই। তবে এসব দেশে প্রবেশ করতে হলে আপনার কোভিড টেস্টের ফল নেগেটিভ আসতে হবে। এর পাশাপাশি আপনাকে কোয়ারেন্টিনেও থাকতে হবে।
- সূত্র: র্যাপলার.কম