রক্ত পরীক্ষাতেই শনাক্ত করা যাবে ৫০ ধরনের ক্যান্সার
বিজ্ঞানীরা বলছেন, কোনো লক্ষ্মণ বা উপসর্গ দেখা যাওয়ার আগেই নতুন আবিষ্কৃত একটি রক্ত পরীক্ষার পদ্ধতিতে ৫০ ধরনের ক্যান্সার শনাক্ত করা যাবে।
এই পদ্ধতি সত্যিকার অর্থেই কার্যকর হলে ক্যান্সারের টিউমার বা ইনফেকশনের প্রাথমিক পর্যায়েই তা চিহ্নিত করে নিরাময়ের ব্যবস্থা নেওয়া যাবে, ফলে বিশ্বব্যাপী বাঁচবে লাখো মানুষের প্রাণ। খবর বিবিসির।
'অ্যানালস অব অঙ্কোলজি' নামক মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রবন্ধসূত্রে চিকিৎসা বিজ্ঞানের এই যুগান্তকারী আবিষ্কারের কথা জানা যায়।
তবে বিজ্ঞানীরা এটাও বলেছেন, রক্ত পরীক্ষার নতুন পদ্ধতিটিতে পাওয়া ফলাফল- অন্যান্য পরীক্ষার মাধ্যমেও নিশ্চিত হওয়া জরুরি। এতে করে ভুল চিকিৎসার ঝুঁকি কমবে। শুধু ক্যান্সারের ক্ষেত্রে নয়, অন্যান্য জটিল রোগ শনাক্তের ক্ষেত্রেও এটি কার্যকর।
পরীক্ষাটি যেভাবে রোগ শনাক্ত করে
ক্যান্সার আক্রান্ত টিউমার রক্তনালীতে থেকে এক ধরনের কোষমুক্ত ডিএনএ ছড়ায়। এজন্য রক্তকণিকায় জৈব-রাসায়নিক উপাদানের উপস্থিতি নির্ণয়ের মাধ্যমে নতুন পদ্ধতিটি ক্যান্সার শনাক্ত করতে পারে।
যুক্তরাষ্ট্রের ডানা-ফার্বার ক্যান্সার ইনস্টিটিউড ও হাভার্ড মেডিকেল স্কুলের বিশেষজ্ঞরা যুক্তরাজ্যের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউড এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে পদ্ধতিটি আবিষ্কার করেছেন। প্রায় চার হাজার রোগীর রক্ত পরীক্ষার পর বিজ্ঞানীরা এর সঠিকত্ব সম্পর্কে দৃঢ় আস্থা পোষণ করছেন।