মদের বোতলে ক্যান্সার সতর্কতামূলক লেবেল সংযোজন করার সুপারিশ মার্কিন শীর্ষ চিকিৎসকদের
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিবেক মার্থি মদের বোতলে তামাকজাত পণ্যের মতো সতর্কতামূলক লেবেল সংযোজনের দাবি জানিয়েছেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মদ্যপান সাত ধরনের ক্যান্সারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। খবর বিবিসি'র।
ডা. মার্থি জানান, অধিকাংশ আমেরিকান মদ্যপানের কারণে ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে সচেতন নন। এটি যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১ লাখ ক্যান্সারের ঘটনা এবং ২০ হাজার মৃত্যুর কারণ।
বর্তমানে মদের বোতলে ব্যবহৃত সতর্কতামূলক লেবেলগুলো ১৯৮৮ সাল থেকে পরিবর্তন হয়নি। এগুলো পরিবর্তন করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
ডা. মার্থি মদ্যপানের পরিমাণ নির্ধারণে বিদ্যমান সীমা পুনর্মূল্যায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, তামাক ও স্থূলতার পরে ক্যান্সারের তৃতীয় প্রধান প্রতিরোধযোগ্য কারণ হলো মদ্যপান।
তিনি উল্লেখ করেন, যে কোনো ধরনের মদ্যপানের ফলে স্তন ক্যান্সার (নারীদের ক্ষেত্রে), গলা, যকৃত, খাদ্যনালী, মুখগহ্বর, স্বরযন্ত্র এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
নতুন প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, স্বাস্থ্যসেবা প্রদানকারীরা যেন মদ্যপানের ঝুঁকি মূল্যায়ন করেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার জন্য রেফার করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, ৪৭টি দেশ মদ্যপানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্কতামূলক লেবেল বাধ্যতামূলক করেছে। আয়ারল্যান্ড ২০২৬ সাল থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে মদের বোতলে ক্যান্সারের ঝুঁকি উল্লেখ করতে আইন প্রণয়ন করেছে।
কানাডা সম্প্রতি মদ্যপানের দৈনিক পরিমাণ কমিয়ে সপ্তাহে দুই গ্লাস করেছে। যুক্তরাষ্ট্র পুরুষদের জন্য দৈনিক দুই গ্লাস এবং নারীদের জন্য এক গ্লাসের পরামর্শ দেয়। যুক্তরাজ্যে এই সীমা সপ্তাহে ১৪ ইউনিট নির্ধারণ করা হয়েছে।
ডা. মার্থির এই ঘোষণা বাজারে প্রভাব ফেলেছে, যার ফলে ডায়াজিওসহ বড় মদ প্রস্তুতকারক কোম্পানির শেয়ার মূল্য ৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।