লাতিন আমেরিকায় করোনার থাবা, ব্রাজিলে মৃত্যুর মিছিল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়ঙ্কর থাবার বিপর্যস্ত পৃথিবী। মহাদেশগুলোর মধ্যে ইউরোপের অবস্থা সবচেয়ে নাজুক। এর পরই রয়েছে এশিয়া। লাতিন আমেরিকায়ও প্রতিনিয়ত বাড়ছে এই ভয়াল ভাইরাসের দাপট।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত মহাদেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৩৭৮। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৭৩২ জন সুস্থ হয়ে উঠলেও জীবনপ্রদীপ নিভে গেছে ১৮ হাজার ১৭১ জনের। শুধু ব্রাজিলেই প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৪৬১ জন।
লাতিন আমেরিকার ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এরমধ্যে ফুটবলের জন্য বিশ্বখ্যাত ব্রাজিলই সবচেয়ে বেশি বিপর্যস্ত। শুধু সর্বোচ্চ প্রাণহানিই নয়, সর্বোচ্চ আক্রান্তও এ দেশের নাগরিকরা। এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ২১৪ জন ব্রাজিলিয়ানের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯। আক্রান্তের সংখ্যা বিচারে সারা দুনিয়ায় এটি সপ্তম সর্বোচ্চ। এর আগে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স।
লাতিন আমেরিকায় আক্রান্তের হিসেবে ব্রাজিলের পরের অবস্থানে রয়েছে পেরু। দেশটিতে আক্রান্ত ৭২ হাজার ৫৯ জনের মধ্যে মারা গেছেন ২ হাজার ৫৭ জন। অন্যদিকে, মৃত্যুসংখ্যার হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইকুয়েডর। দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৩২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
লাতিন আমেরিকার করোনা পরিস্থিতি (আক্রান্তের হিসেবে শীর্ষ ১০ দেশ):
দেশ | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
ব্রাজিল | ১,৭৮,২১৪ | ১২,৪৬১ | ৭২,৫৯৭ |
পেরু | ৭২,০৫৯ | ২,০৫৭ | ২৩,৩২৪ |
চিলি | ৩১,৭২১ | ৩৩৫ | ১৪,১২৫ |
ইকুয়েডর | ৩০, ৪১৯ | ২,৩২৭ | ৩,৪৩৩ |
কলম্বিয়া | ১২,২৭২ | ৪৯৩ | ২,৯৭১ |
আর্জেন্টিনা | ৬,৫৬৩ | ৩১৯ | ১,৮৬২ |
বলিভিয়া | ২,৯৬৪ | ১২৮ | ৩১৩ |
প্যারাগুয়ে | ৭৩৭ | ১০ | ১৭৩ |
উরুগুয়ে | ৭১৭ | ১৯ | ৫৩২ |
ভেনেজুয়েলা | ৪২৩ | ১০ | ২২০ |