খরায় শুকিয়ে কাঠ আমাজনের উপনদী, পানির স্তর রেকর্ড সর্বনিম্নে
ভয়াবহ খরার কারণে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী আমাজনের উপনদী সলিমোয়েস'র পানি সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। অবস্থা এমনই যে, এই নদীর অর্ধেকটাই শুকিয়ে এখন কাঠ। এই পরিস্থিতিতে নদীর তীরে অবস্থিত ব্রাজিলের প্রত্যন্ত গ্রামগুলো পানিহীন, খাদ্য সরবরাহ বিঘ্নিত এবং পরিবহন সংকটে পড়েছে।
ব্রাজিলের অন্যতম বন্দর শহর মানাউস থেকে প্রায় ১০০ কিমি উত্তরে মানাকাপুরুতে, আমাজনের উপনদী সলিমোয়েস ও রিও নেগ্রো গিয়ে এক হয়েছে। সেখানে পানির গভীরতা মাপা হয়েছে ৩ মিটার (৯.৮ ফুট)। সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, যা গত বছরের অক্টোবরের তুলনায় ১১ সেন্টিমিটার কম।
বৃষ্টি আসতে আরও এক মাস বাকি থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, আমাজনের নদীগুলো শুকিয়ে যাওয়ার মূল কারণ জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন।
খরার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। নদী সংলগ্ন গ্রামগুলো প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে সেখানে বসবাসরত মানুষ পর্যাপ্ত খাবার ও খাবার পানি পাচ্ছেন না।
পানির অভাবে নদীতে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে, যার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা বালুর ওপর হেঁটে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। দিনের বেলা নদীর বুকের তপ্ত বালির ওপর দিয়ে অন্তত দু'ঘণ্টা হেঁটে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা।
টাসিয়ারা সুজা অলিভেইরা নামের এক তরুণী বলেন, "এটি আমাদের জন্য খুব কঠিন। প্রতিদিনই আমাদের এই দীর্ঘ বালুর পথে হেঁটে জিনিসপত্র নিয়ে আসতে হয়।"
তাছাড়া, মাছ ধরা যেহেতু এই এলাকাগুলোর প্রধান খাদ্য সরবরাহ, নদীর তলদেশের উষ্ণ পানিতে মাছ মরে যাচ্ছে, যা খাদ্য সংকট বাড়িয়ে তুলেছে।
ওই এলাকার বাসিন্দা ম্যানুয়েল ডি কাস্ত্রো রয়টার্সকে বলেন, ''খরা একটা অভিশাপ। যার প্রকোপ থেকে আমরা বেরোতে পারছি না। এখন শুধু বৃষ্টির অপেক্ষা করছি। একমাত্র সেটাই আমাদের স্বস্তি দেবে।''
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন