৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলের পশ্চিম প্রাঙ্গণে আজ ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন এবং তার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আজ বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের শপথগ্রহণ শেষ হয়।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির ক্যাপিটল হাউসের সামনে শপথ গ্রহণ করেন তিনি। এরপরে জাতির উদ্দেশে বিশ মিনিটের ভাষণ দেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।
এসময় তিনি বলেন, "আজকের দিনটি আমেরিকার জয়ের দিন। আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন। এই দিনটি নতুন ইতিহাস এবং আশা সৃষ্টি করবে।"
"ইতিহাসের অগ্নি-পরীক্ষায় আমেরিকা যুগে যুগে উত্তীর্ণ হয়েছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ী হয়েছে। তাই আজ আমরা এখানে কোনো প্রার্থীর জয় উদযাপন করতে আসিনি বরং এসেছি একটি ন্যায্য সংগ্রামে বিজয়ের সাক্ষী হতে," বাইডেন বলেছেন।
গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি কিছুদিন আগেই সেখানে তাণ্ডব চালিয়েছে একদল দাঙ্গাবাজ জনতা। তারা ভেবেছিল এর মাধ্যমে তারা আমেরিকার জনগণের ন্যায্য দাবিকে চাপা দেবে। কিন্তু সেটা হবে না। আজ নয় বা আগামীতেও নয়। আমরা কখনোই তা হতে দেব না।"
করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অভিষেক অনুষ্ঠানে দর্শক সমাগমের উপর নানা বিধি নিষেধ আরোপ করা হয়। ক্যাপিটল দাঙ্গার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বাড়তি কড়াকড়ি করা হয়েছে। অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ছিল প্রায় ২৫ হাজার নিরাপত্তারক্ষী।
অভিষেক অনুষ্ঠানস্থলে আগেই এসে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি, পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।