শর্তসাপেক্ষে ওমরা হজ চালু করছে সৌদি আরব
ওমরা পালনের দ্বিতীয় তারিখ বুকিং দেওয়ার আগে হজ যাত্রীদের আরও ১৪ দিন অপেক্ষা করতে হবে। হাজিদের সুবিদার্থে এজন্য অচিরেই 'ইতমারনা' নামক একটি অ্যাপ অ্যান্ড্রোয়েড স্টোরে চালু করবে, সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি গণমাধ্যম আরব নিউজ দেশটির হজ মন্ত্রণালয়ের মুখ্য পরিকল্পনা এবং কৌশল বিষয়ক কর্মকর্তার বরাতে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে।
ডা. আমর আল-মাদ্দাহ নামের ওই কর্মকর্তা বলেন, ''এখন থেকে বছরে দুইবার ওমরা পালন করা যাবে। তবে দ্বিতীয়বার হজের ক্ষেত্রে ১৪ দিন অপেক্ষা করতে হবে। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ইতোমধ্যেই যারা ওমরার জন্য নিবন্ধন করেছেন- তাদের সকলকে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে তা পালনের সুবিধা করে দিতেই অগ্রিম সতর্কতা হিসেবে এ ব্যবস্থা চালু করা হচ্ছে।''
এছাড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ স্বাস্থ্য বিধি মোতাবেক পুণ্যার্থীরা যেন ওমরা পালন করতে পারেন, তার জন্য যথেষ্ট জায়গা ব্যবস্থা করার লক্ষ্যে মন্ত্রণালয়টি এক গবেষণা প্রকল্প হাতে নিয়েছে।
আল-মাদ্দাহ জানান, ইতোমধ্যেই ওমরা পালনের লক্ষ্যে ৩৫ হাজার জন নিবন্ধিত হয়েছেন। খবর আরব নিউজের।
আগামী ৪ অক্টোবর থেকে ওমরা হজের প্রথম পর্যায় শুরু করা হচ্ছে। এ পর্যায়ে দিনের ছয়টি ভিন্ন সময়ে পুণ্যার্থীরা ওমরা পালন করতে পারবেন। এজন্য প্রত্যকের জন্য বরাদ্দ থাকবে তিন ঘন্টার নির্দিষ্ট সময়।
জ্যেষ্ঠ এ কর্মকর্তা আরও জানান, বিকেল এবং সুর্যাস্তের পরের প্রার্থনার মাঝের সময়ে হজে অংশ নেওয়ারা ওমরা পালন করতে পারবেন না। ওই সময় মসজিদুল হারামকে পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত করার দায়িত্ব পালন করবেন কর্মীরা।
''এরপর আবার মধ্যরাত থেকে ওমরা পালন করা যাবে। হাজিদের আগমনের আগেই ওইসব স্থানকে জীবাণুমুক্ত করা হবে'' তিনি যোগ করেন।
এছাড়া, ওমরা পালনের জন্য আগতদের জন্য মক্কার কেন্দ্রীয় এলাকার হোটেলগুলোয় আইসোলেশন রুমের ব্যবস্থা থাকবে।
প্রথম পর্যায় শেষ হওয়ার দুই সপ্তাহ পর আবার শুরু হবে দ্বিতীয় ধাপের ওমরা। তার আগে অবশ্য প্রথম ধাপে হওয়া কোনো ত্রুটি বিচ্যুতি দ্বিতীয়বার যেন পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করা হবে।
'ইতমারনা' অ্যাপটি অ্যাপল এবং অ্যান্ড্রোয়েড উভয় প্লাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে। অ্যাপল এর অনুমোদন আগেই দিয়েছিল। তবে নীতিগত কারণে অ্যান্ড্রোয়েড প্লাটফর্মে এর অনুমোদনে দেরি হয়েছে।