ব্রিটেনের রানির নামে ওমরাহ পালন, ইয়েমেনি গ্রেপ্তার
ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ইয়েমেনের এক নাগরিক গ্রেপ্তার হয়েছেন।
গত সোমবার (১২ সেপ্টেম্বর) ওই ব্যক্তি ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে নিজের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন, যেখানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। ভিডিওটি সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, তিনি একটি ব্যানার ধরে আছেন, তাতে লেখা- 'রাণী দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ; প্রার্থনা করছি, আল্লাহ যেনো তাকে (রানি দ্বিতীয় এলিজাবেথ) বেহেশতে এবং ধার্মিকদের মধ্যে গ্রহণ করেন।'
ফুটেজটি সৌদি আরবের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। টুইটার ব্যবহারকারীরা ওই ব্যক্তির গ্রেপ্তারের দাবি জানায়।
সৌদি আরব মক্কায় তীর্থযাত্রীদের ব্যানার বহন বা স্লোগান দেওয়া নিষিদ্ধ করেছে। যদিও প্রয়াত মুসলিমদের জন্য ওমরাহ পালনের নিয়ম রয়েছে, কিন্তু ব্রিটেনের রানির মতো ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য এটি কোনোভাবেই প্রযোজ্য নয়। রানি শুধু ভিন্ন ধর্মের মানুষই নন, তিনি 'চার্চ অফ ইংল্যান্ডের' সর্বোচ্চ গভর্নর ছিলেন।
সোমবার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে মক্কার গ্র্যান্ড মসজিদের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, "ইয়েমেনি ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্র্যান্ড মসজিদের ভিতরে ব্যানার বহন করেছেন ও ওমরাহ পালনের প্রবিধান এবং নির্দেশাবলী লঙ্ঘন করেছেন।"
"তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে," উল্লেখ করা হয় বিবৃতিতে।
রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারের অংশে ঘটনাটির ভিডিও ক্লিপটি দেখানো হলেও ব্যানারের লেখাগুলো অস্পষ্ট করে দেওয়া হয়।
- সূত্র: দ্য গার্ডিয়ান