হজ, ওমরাহর জাল ওয়েবসাইটের বিরুদ্ধে সতর্কতা জারি সৌদি কর্তৃপক্ষের
ওমরাহ ও হজের নিবন্ধনের জন্য অনলাইনে প্রতারণা এবং জাল ওয়েবসাইট সম্পর্কে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতারণা এড়াতে হজযাত্রীদের নিবন্ধনের জন্য কেবলমাত্র মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করার আহবান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি একটি প্রতারক চক্র পাকিস্তানের কিছু মানুষকে জাল ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলে। এরপর তাদের কাছ থেকে চক্রটি অর্থ হাতিয়ে নেয়।
সৌদি কর্তৃপক্ষ পরে বিবৃতিতে বলে, সেই লিঙ্কটির সাথে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কোনোরকম সংযোগ নেই এবং হজযাত্রীদের সবার এ ধরনের লিঙ্ক এড়ানো উচিত।
মন্ত্রণালয় আরও বলে যে, হজযাত্রীদের কেবলমাত্র অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই আবেদন করা উচিত, যেমন তাদের নিজ দেশের হজ মিশন অফিস বা হজ প্ল্যাটফর্ম।
মন্ত্রণালয় উল্লেখ করে, আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেই তাদের বাছাই করা হবে। এছাড়াও কোনো অযাচিত অফার বা লিংকে বিশ্বাস না করার জন্য আহবান জানায় মন্ত্রণালয়।