সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে: মমতা
নির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ঐক্যবদ্ধ বাংলার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইচ্ছে করেই সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে বলেও অভিযোগও করেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকেই একের পর এক বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছিল পৃথক উত্তরবঙ্গের ডাক। এই পরিস্থিতিতে বারবার বিজেপিকে বিভাজন সৃষ্টিকারী শক্তি হিসেবে আখ্যা দিয়েছে তৃণমূল।
রোববার শিলিগুড়িতে মমতা বলেন, "আপনারা যে যেখানেই যান, কখনও ভুলবেন না আপনার অস্তিত্ব আছে বাংলায়। আমি উত্তরবঙ্গের ভাগাভাগি দেখতে চাই না। দেখতে চাই সবাই একসঙ্গে থাকবে। একসঙ্গে থাকলেই পরিবারে শান্তি আসে। মানবিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজ চাই।"
পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, বিএসএফকে কাজে লাগিয়ে দখলদারির রাজনীতি করতে চাইছে বিজেপি। মমতা বলেন, "বিএসএফকে আমি সম্মান করি। কিন্তু, কিছু রাজনৈতিক মানুষ ইচ্ছে করে সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। সবটাই পলিটিক্যাল ষড়যন্ত্র।"
"আগে সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার পর্যন্ত ঘুরতে পারত বিএসএফ। এখন তা বাড়িয়ে ৫০ কিমি করে দেওয়া হয়েছে। কেন?" প্রশ্ন রাখেন তিনি।
এদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএসএফের এখতিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই এই দুই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "প্রতিদিন পেট্রল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। কিন্তু সেই বিষয়ে কোনও কথা না বলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। আমরা যেমন উৎসবে মেতে উঠব, তেমনই এই ধরনের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদেও সরব হব।"