চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি ভারতের বিজেপির, সীমান্তে অবরোধের হুমকি
ইসকনের ধর্মীয় গুরু ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সীমান্তে 'অবরোধ' শুরু করার হুমকি দিয়েছে।
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর সোমবার (২৬ নভেম্বর) বিজেপি সাংসদদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, 'আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।'
এছাড়া, এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান বিজেপি নেতা।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
শুভেন্দু অধিকারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছেন।
এর আগে গত সোমবার রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়।