সেনাদের অনুপ্রেরণা দিতে লাদাখ গিয়ে চীনের নাম উচ্চারণ না করায় মোদির সমালোচনা
সীমান্ত নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আচমকা সফরে লাদাখে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাদের পাশে দাঁড়ালেও, কেন তিনি বক্তব্যে চীনের নাম নিলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল কংগ্রেসের নেতারা।
দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, কেন সুযোগ থাকা সত্ত্বেও সরাসরি চীনের নাম নিলেন না প্রধানমন্ত্রী? গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন ঠিক কী হয়েছিল, সেটিও জানতে চান তিনি।
হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি এদিন লাদাখের নিমুতে সেনা ছাউনিতে গিয়ে নাম না করে তীব্র ভাষায় চীনকে আক্রমণ করেন। সাম্রাজ্যবাদী শক্তিদের সময় যে ফুরিয়েছে সেই কথা বলে মোদী বলেন, যে ভারতকে কেউ আক্রমণ করলে সেটা চুপ করে মেনে নেওয়া হবে না। কিন্তু এতে সন্তুষ্ট হতে পারেনি প্রধান বিরোধী দল কংগ্রেস।
মোদি কেন চীনের নাম উচ্চারণ করলেন না তা জিজ্ঞেস করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। জাতির উদ্দেশে ভাষণ, মন কি বাত ও তারপর নিমুতে বক্তব্য, তিনবারই সরাসরি চীনের নাম করেননি মোদী।
সুরজেওয়ালা দাবি করে করেন, এর থেকে প্রমাণিত যে প্রধানমন্ত্রী দুর্বল। কেন মোদী চীনের নাম নিতে সংকোচ করছেন, কেন তিনি চোখে চোখ রেখে বেইজিংয়ের সঙ্গে কথা বলছেন না, সেই প্রশ্ন করেন কংগ্রেসের এই প্রধান মুখপাত্র।
কংগ্রেস টুইটার হ্যান্ডেলও টিপ্পনী কাটে এই বিষয় নিয়ে। এক টুইটার থ্রেডে তারা বলে, "দেশের প্রতি অনুগত না থেকে কেন প্রধানমন্ত্রী তার বন্ধু শি জিনপিংয়ের স্বার্থ রক্ষা করছেন চীনের নাম না নিয়ে।"
একই প্রশ্ন করেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি বলেন, জওয়ানদের সামনে অজানা শত্রুর কথা বলে লাভ কী। কেন গালওয়ানে সংঘর্ষ হল ও চীনের সেনা আদৌ ভারতে আছে কিনা, সেই প্রশ্নেরও উত্তর মোদী দেননি বলে টুইটারে জানান চিদাম্বরম।