২০২০ এর চাইতেও ভয়ঙ্কর হবে ২০২১, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের
ফের একবার করোনা নিয়ে আশঙ্কা বার্তা শোনা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুসের গলায়। ডব্লিউএইচও প্রধানের দাবি, চলতি বছরে ২০২০ সালের থেকেও বেশি মারাত্মক আকার ধারণ করবে করোনা মহামারি। তেদরোসের বক্তব্য, 'অতিমারি যে আরও বেশি মারাত্মক হতে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি।'
ভারতে কোভিড -১৯ এর তীব্র প্রতিক্রিয়ার প্রতি সাড়া দিয়ে ডব্লিউএইচও হাজার হাজার অক্সিজেন কনসেনট্রেটর, অস্থায়ী হাসপাতাল নির্মাণ সামগ্রী, মাস্ক এবং অন্যান্য চিকিৎসা উপকরণ সরবরাহ করে চলেছে বলেও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।
শুক্রবার বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ডাকা এক ব্রিফিংয়ে তিনি বলেন, "ভারতের কিছু রাজ্যে যেভাবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে এবং হাসপাতালগুলোতে যে ভাবে ভিড় বাড়ছে, তাতে সেখানকার পরিস্থিতি এখনও অনেক বেশি উদ্বেগজনক"।
ওষুধ, অক্সিজেন এবং ভেন্টিলেটরের জন্য বিভিন্ন দেশ থেকে সহায়তা নিতে হচ্ছে ভারতকে। ভারতকে সমর্থন দেয়ার জন্য সেই দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন তেদরোস। তিনি বলেন, ''এই দুঃসময়ে যারা ভারতের পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ।''
গত ৫ দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এ নিয়ে টানা তিন দিন দৈনিক মৃত্যু ৪ হাজার ছুঁয়েছে। করোনার জেরে দেশটিতে এখন অবধি প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ৩১৭ জন।
এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন। এদিকে এশিয়ার আরেক দেশ জাপানেও জরুরি অবস্থা জারি হয়েছে টোকিও, হিরোশিমা, ওকায়ামা এবং হোক্কাইডোর মতো শহরে। জাপানে জরুরি অবস্থা জারি হতেই ডব্লিউএইচও প্রধান মন্তব্য করলেন, এ বছরটি গত বছরের চাইতেও ভয়ঙ্কর হবে।
বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ড. তেদরোস আধানোম দুঃখ প্রকাশ করেন। জনস্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি ভ্যাকসিনই মহামারি থেকে মুক্তির একমাত্র উপায় বলে উল্লেখ করেন তিনি।
- সূত্র- হিন্দুস্তান টাইমস