২০ বিলিয়ন ডলার সম্পদের মন্দির ফিরে পেল রাজ পরিবার
বিশ্বের সবচেয়ে সম্পদশালী মন্দির হিসেবে বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দির পরিচালনার দায়িত্ব ফিরে পেল রাজপরিবার। সোমবার ভারতীয় সুপ্রিম কোর্ট মন্দিরটি পরিচালনার দায়িত্ব স্থানীয় রাজবংশের হাতে বহাল রাখার রায় দেন।
এর আগে স্থানীয় রাজ্য সরকার এই মন্দির পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। এই অধিগ্রহণকে কেন্দ্র করেই রাজ পরিবারের সঙ্গে মামলা শুরু হয় রাজ্য সরকারের।
ভারতের কেরালা রাজ্যের থিরুভানান্থাপুরাম শহরে অবস্থিত এই মন্দির বিশ্বের অন্যতম সম্পদশালী ধর্মীয় উপাসনালয়। সুপ্রিমকোর্টের নির্দেশে ২০১১ সালে মন্দিরটির একটি ভল্ট খোলা হয়। হীরা, স্বর্ণমুদ্রা, অসংখ্য অলংকারসহ মন্দিরে সংরক্ষিত সম্পদের আনুমানিক মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি।
স্থানীয় ট্রাভাঙ্কোর রাজবংশের শেষ প্রধান শ্রী চিথিরা থিরুনাল বলরাম ভার্মার মৃত্যুতে ২০১১ সালে মন্দির পরিচালনার দায়িত্ব নেয় কেরালা রাজ্য সরকার। তাদের পক্ষে তখন রায় দিয়েছিলেন কেরালা হাইকোর্ট। সোমবার আগের সেই রায় খারিজ করে দিয়ে মন্দিরের দায়িত্ব রাজ পরিবারের হাতেই তুলে দিলেন ভারতীয় সুপ্রিম কোর্ট।
বিচারপতি উদয় উমেশ ললিত ও ইন্দু মালোত্রা আদালতের আদেশে বলেন, 'আমরা ট্রাভাঙ্কোর রাজ পরিবারের আপিল মঞ্জুর করেছি। রাজ পরিবার প্রধানের মৃত্যুর সঙ্গে ওই পরিবারের মন্দিরের সেবায়াতের অধিকারের কোনো সম্পর্ক নেই।'
এটি ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে বিলিয়ন ডলার সম্পদের অধিকারী আরও বেশকিছু মন্দির রয়েছে। অন্ধপ্রদেশ রাজ্যের তিরুপাতি মন্দিরে ৯০০০ কেজির বেশি স্বর্ণ মজুদ আছে, ব্যাংকে জমানো আছে কয়েক বিলিয়ন রূপি।
দেশটির সুপ্রিমকোর্ট জানান, রাজ পরিবারের গঠিত নতুন কমিটিই মন্দিরের দেখাশোনা করবে; মন্দিরের সম্পদের ব্যবহার ও অন্য আরেকটি প্রাচীন ভল্ট খোলা হবে কি না, সে সিদ্ধান্তও নেবে রাজ পরিবার।
ওই পরিবারের সদস্য গৌরী লক্ষী বাই এক বিবৃতিতে জানিয়েছেন, 'অনেক ভক্ত এতদিন আমাদের জন্য প্রার্থনা করেছেন। এই রায়ে তাদেরই জয় হলো।'
- সূত্র: আল জাজিরা