৯৮ বছরের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান নিয়োগ দিল ডিজনি
ওয়াল্ট ডিজনির ৯৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুজান আর্নল্ড। ১৪ বছর ধরে তিনি ডিজনি বোর্ডের সদস্যপদে কাজ করেছেন। এর আগে ১৫ বছর ধরে ডিজনির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বব অ্যাগার। এ মাসের শেষেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।
এর আগে আমেরিকার বড় বড় কোম্পানিগুলোতে তিনি জ্যেষ্ঠ পদে কাজ করেছেন। গত আট বছর ধরে আর্নল্ড বিশ্বব্যাপী বিনিয়োগ সংস্থা কার্লাইল গ্রুপের একজন কার্যনির্বাহী সদস্য ছিলেন, তার আগে তিনি জায়ান্ট প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কোম্পানিতে এবং ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডসেও বড় পদে কাজ করেছেন।
তাকে নিয়ে বব অ্যাগার বলেন, 'সুজান একজন অবিশ্বাস্যরকমের দায়িত্ববান কর্মকর্তা। তিনি বড় বড় কোম্পানিতে জ্যেষ্ঠ ভূমিকায় কাজ করেছেন, সুতরাং তার অভিজ্ঞতা পর্বতের মতোই উঁচু। তাছাড়া তার সততা এবং দায়িত্বশীলতার নজির ২০০৭ সাল থেকে তার এই কোম্পানিতে যোগদানের পর থেকেই আমরা টের পেয়ে আসছি। ২০০৭ সালে ডিজনিতে যোগদান করার পর থেকে অমূল্য অবদান রেখে চলেছেন। ভবিষ্যতে কোম্পানিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।'
বব অ্যাগার ১৪ বছর নির্বাহীর দায়িত্ব পালন করে ২০২০ সালের ডিজনির প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। কোম্পানি এই মাসের শেষেই তাকে বিদায় জানাবে। সেই সঙ্গে ডিজনির সামনে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছেন।
তিনি বলেন, "আমি চেয়ার্যানের পদ থেকে সরে এলেও এই কোম্পানি থেকে সরে যাইনি। এখন আমার নতুন পরিকল্পনা ডিজনির শেয়ারহোল্ডারদের সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ চালিয়ে যাওয়া এবং সিইও বব চ্যাপেকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা।"
বব অ্যাগারের প্রস্থান ডিজনির জন্য একটি যুগের সমাপ্তি। ১৯৯৬ সাল থেকে তিনি কোম্পানির সিনিয়রের ভূমিকা পালন করেছেন।
তার সময়ে পিক্সার, মার্ভেল, লুকাসফিল্ম এবং টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি ফক্সের মতো বেশ কয়েকটি বড় কোম্পানির স্টুডিওর মালিকানা অর্জন করেছে। এছাড়া ২০১৬ সালে চীনে প্রথম থিম পার্ক এবং রিসোর্ট খোলে ডিজনি কোম্পানি।
ডিজনির অন্যান্য কার্যনির্বাহী সদস্যরাও এই বছরের শেষে চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। তারা হলেন স্টুডিও প্রধান অ্যালান হর্ন, ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশনের সভাপতি এবং প্রধান সৃজনশীল কর্মকর্তা গ্যারি মার্শ এবং কোম্পানির সাধারণ উপদেষ্টা অ্যালান ব্র্যাভারম্যান সহ আরও বেশ কয়েকজন ডিজনি নির্বাহী সদস্য।
- সূত্র: বিবিসি