‘যেদিকেই তাকাই, দেখি শুধু আগুন আর আগুন’
দুদিন পরেই ঈদুল ফিতর। আর এর মাঝেই পাকিস্তানের করাচিতে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা।
লাহোর থেকে ছেড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস- পিআইএ'র একটি বিমান শুক্রবার (২২ মে) দুপুরে করাচি বিমানবন্দরে অবতরণ করার সময় অল্প দূরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। বিধ্বস্ত বিমানের ৯৯ যাত্রীর দুজন ছাড়া সবাই মারা গেছেন। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা দুজনের একজন প্রকৌশলী মুহাম্মদ জুবায়ের। বিমান বিধ্বস্তের সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন দ্য গার্ডিয়ান পত্রিকাকে।
'যেদিকেই তাকাই, দেখি শুধু আগুন আর আগুন', এমনটাই জানালেন জুবায়ের।
ঈদ উপলক্ষে এয়ারবাস এ৩২০ এর পিকে৮৩০৩ ফ্লাইটে করে করাচিতে আসছিলেন জুবায়ের। বিমানটি স্থানীয় সময় দুপুর আড়াইটায় যখন অবতরণের প্রস্তুতি নিচ্ছিল তখনই বিধ্বস্ত হয়।
তিনি জানান, বিমানটি অবতরণের চেষ্টা নেয়ার ১০-১৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে, এটা কেউই বুঝতে পারছিল না; খুবই সাবলীলভাবে বিমানটি চালাচ্ছিলেন পাইলটরা।
এরপর আর কিছু মনে নেই জুবায়েরের। জ্ঞান ফেরার পরের দৃশ্য নিয়ে তিনি বলেন, 'চারদিক থেকে কেবল চিৎকার শুনতে পাচ্ছিলাম। শিশু-বয়স্কদের চিৎকার। আমি শুধু আগুন আর আগুন দেখছিলাম। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না- শুধু তাদের চিৎকার শুনতে পাচ্ছিলাম।'
'আমি আমার সিটবেল্ট খুলে ফেলি। সামান্য আলো দেখতে পারছিলাম- ওই আলোটার দিকে আমি ছুটে যাই। ওখান থেকে নিরাপদ স্থানে যেতে আমাকে প্রায় ১০ মিটার উঁচু থেকে লাফ দিতে হয়।'
জুবায়েরের শরীরে ছোটখাটো কিছু আঘাত ছাড়া তেমন কোনো জখম নেই।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই ধোঁয়ায় ছেয়ে যায়। আগুন নিভিয়ে ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের উদ্ধারে উদ্ধারকারীদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকার্যের প্রত্যক্ষদর্শী ছিলেন এএফপি'র একজন রিপোর্টারও।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস- পিআইএ জানিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটার পর পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে লাহোর থেকে করাচিগামী বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সিন্দু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিমান বিধ্বস্তে মৃত্যু হওয়া ৯৭ যাত্রীর ১৯ জনকে শনাক্ত করা গেছে। বাকিদের পরিচয় শনাক্তে করাচি বিশ্ববিদ্যালয়ে ডিএনএ টেস্ট করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি।
পবিত্র রমজান শেষে পাকিস্তানিরা যখন ঈদুল ফিতর উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন, তখনই এমন ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। যাত্রীদের অধিকাংশই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
বিমানটিতে কোনো ধরনের ত্রুটি ছিল না বলে দাবি করেছেন পিআইএ'র প্রধান নির্বাহী আরশাদ মাহমুদ মালিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এ৩২০ এয়ারবাসটা অন্যতম নিরাপদ বিমান ছিল। কারিগরি ও কার্যকারিতা সবদিক থেকেই ঠিকঠাক ছিল।