‘ব্রিটেনের গতিতে ওমিক্রন ছড়ালে, ভারতে প্রতিদিন ১৪ লাখ আক্রান্ত হবে’
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে নতুন স্ট্রেইন ওমিক্রন। ওমিক্রনের আক্রমণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন। সেখানে প্রতিদিন কয়েক হাজার লোক ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে ভারতেও ১৫ দিনের মধ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেছে।
এমন পরিস্থিতিতে দেশটির কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান ডা. ভিকে পালের আশঙ্কা, ব্রিটেনের গতিতে ওমিক্রন ছড়ালে, ভারতে দৈনিক ১৪ লাখ মানুষ করোনা আক্রান্ত হবে।
তিনি বলেন, 'আমরা যদি যুক্তরাজ্যে ওমিক্রনের বিস্তারের হার দেখি এবং যদি ভারতেও একই রকম প্রাদুর্ভাব দেখা যায়, তাহলে আমাদের জনসংখ্যার বিবেচনায় প্রতিদিন ১৪ লাখ মানুষ আক্রান্ত হবে করোনায়। এই সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে ওমিক্রন রয়েছে বলে মনে করা হচ্ছে তবে এটি অপ্রত্যাশিত এবং সরকার সকল দিকে নজর রাখছে।'
গবেষকদের দাবি, আক্রান্তের শরীরে প্রবেশের ২৪ ঘণ্টার পর ৭০ গুণ দ্রুতগতিতে ছড়াতে পারে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট৷ ভাইরাস কত দ্রুত নিজের সংখ্যা বাড়াচ্ছে, শুধুমাত্র তার ওপরেই সংক্রমণের গতি নির্ভর করে না৷ আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷
এদিকে সম্প্রতি কিছু গবেষক দাবি করেন, বিশ্বব্যাপী করোনার যে টিকাগুলো দেওয়া হয়েছে, ওমিক্রন ঠেকানোর ক্ষমতা তাদের নেই৷ ভারতের মুম্বাইয়ে আমেরিকা ফেরত যে ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে, সে যুবক ফাইজারের তিনটি ডোজ নিয়েছিলেন বলে জানা গেছে!