২০২১ সালের সবচেয়ে বাজে কোম্পানি ফেসবুক: জরিপ
ইয়াহু ফাইন্যান্সের এ বছরের জরিপে বিশ্বের সবচেয়ে কোম্পানি হিসেবে উঠে এসেছে ফেসবুকের নাম। তালিকায় বিশ্বের সেরা কোম্পানি হিসেবে নির্বাচিত হয়েছে মাইক্রোসফট।
এক হাজারেরও বেশি ব্যক্তি অংশগ্রহণ করেন এই জরিপে। বর্তমানে মেটা নামে পরিচিত ফেসবুকের ওপর ব্যবহারকারীদের ক্ষোভ প্রকাশ পেয়েছে এই জরিপের মাধ্যমেই। সেন্সরশিপ, মানসিক স্বাস্থ্যের উপর ইন্সটাগ্রামের প্রভাব এবং গোপনীয়তার বিষয়ে উদ্বিগ্ন এসব ব্যবহারকারী।
তবে, ৩০ শতাংশ অংশগ্রহণকারীর মতে, ফেসবুক তাদের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে। চলতি বছর ফেসবুকের নাম পরিবর্তনের সময় কোম্পানির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ একে নতুন সূচনা হিসেবে উল্লেখ করেছিলেন।
অন্যদিকে আরেক উত্তরদাতা বলেন, ফেসবুকের নিজের অপকর্ম স্বীকার করে এর ক্ষমা চাওয়া উচিত। সেইসাথে ক্ষতিপূরণ হিসেবে একটি ফাউন্ডেশন তৈরির পরামর্শও দেন তিনি। কিছু ব্যবহারকারী মেটা রিব্র্যান্ডিংকে নেতিবাচক হিসেবে নিলেও অনেকেই কোম্পানিটির সম্ভাবনার বিষয়ে আশাবাদী।
ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়ে সারা বছর জুড়েই আলোচনায় ছিল ফেসবুক। অক্টোবরে আমেরিকার কংগ্রেসে ফেসবুকের বিরুদ্ধে সাক্ষ্য দেন কোম্পানির সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন। জবানবন্দিতে তিনি বলেছেন ফেসবুক কীভাবে সমাজের ক্ষতি করে সে সম্পর্কে মানুষের কাছে বারবার মিথ্যে কথা বলেছে।
ফ্রান্সেস হাউগেন বলেন, ফেসবুকের প্ল্যাটফর্মগুলো যে কিশোরীদের মানসিক ক্ষতি করে, তা কোম্পানি জানত। এছাড়াও বিদ্বেষমূলক কথা ছড়ানো ঠেকানোর জন্য সফটওয়্যার ব্যবহারেও ফেসবুকের নির্বাহীরা বাধা দিয়েছে বলে জানান হাউগেন। কারণ বিদ্বেষমূলক কথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি চর্চা হয়। এতে প্ল্যাটফর্মটির প্রবৃদ্ধি বাড়ে।
- সূত্র: ডব্লিউসিসিএফটেক ডটকম এবং দ্য ওয়াশিংটন পোস্ট