একইসঙ্গে বাস-ট্রেন: জাপানের রাস্তায় বিশ্বের প্রথম ড়ুয়াল মোডের বাহন
আজ (২৫ ডিসেম্বর) থেকে জাপানে চালু হচ্ছে বিশ্বের প্রথম ডুয়াল মোডের বাহন, অর্থাৎ ডিএমভি। বাহনটি একইসাথে একটি বাস এবং একটি ট্রেন। এটি যেমন সাধারণ সড়কে বাস হিসেবে চলতে পারবে, তেমনি রেলপথে ট্রেন হিসেবেও চলতে পারবে।
জাপানের তোকুশিমা এলাকার কাইয়ো শহরে প্রথমে চালু হবে এটি।
ডিএমভিটি দেখতে একটি মিনিবাসের মতোই। রাস্তায় সাধারণ রাবারের টায়ারে চলে এটি। এছাড়া, সড়ক ও রেলপথের ইন্টারচেঞ্জে পৌঁছালে গাড়ির নিচ থেকে ইস্পাতের চাকা বেরিয়ে আসে। তবে শুধুমাত্র গাড়ির সামনে থেকেই ইস্পাতের চাকা বের হয়। এতে গাড়ির সামনের পাশ কিছুটা উঁচুতে থাকে।
আসা কোস্ট রেলওয়ে কোম্পানির সিইও বলেন, এই ডিএমভি কাইয়োর মতো ছোট শহরগুলোতে ভালভাবেই চলাচল করতে পারবে। এসব শহরে বসতির হার কম থাকায় স্থানীয় পরিবহন সংস্থাগুলো এক্ষেত্রে আশানুরূপ লাভ করতে পারেনা।
সিইও শিগেকি মিউরা শুক্রবার রয়টার্সকে বলেন, "একে স্থানীয়রা বাস হিসেবেও ব্যবহার করতে পারবে, এমনকি এর মাধ্যমে রেলপথেও যাতায়াত করতে হবে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে বয়স্ক লোকেরা রয়েছে, সেখানে এটি মানুষের বেশ উপকারে আসবে।"
এই ডিএমভিগুলো ২১ জন যাত্রী বহন করতে পারে এবং রেল ট্র্যাকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়া, সড়কে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারে গাড়িটি।
ডিজেলে চালিত গাড়িটি দক্ষিণ জাপানের শিকোকু দ্বীপের উপকূলের কিছু অংশ ধরে চলবে। ফলে গাড়িতে বসেই যাত্রীরা আকর্ষণীয় সমুদ্রতীরবর্তী দৃশ্য উপভোগ করতে পারবে।