১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেবে ভারত
বড়দিনে দুটি 'বড়' ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন বছর থেকেই দেশটিতে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ। সেইসঙ্গে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের দেওয়া হবে বুস্টার ডোজ।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণে এসব বলেন ভারতীয় প্রধানমন্ত্রী।
৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হবে। অন্যদিকে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে আগামী ১০ জানুয়ারি থেকে। কেন্দ্রীয়ভাবে একে বলা হচ্ছে 'সতর্কতামূলক ডোজ'। কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্বদের 'সতর্কতামূলক ডোজ' প্রদান করা হবে। তবে সেক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন লাগবে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণার পরে অনেকটাই উদ্বেগমুক্ত হয়েছেন দেশটির অভিভাবকরা।
ভারতের শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় হিন্দুস্তান টাইমসকে বলেন, 'এটা খুব আনন্দের ব্যাপার। কারণ অভিভাবকরা উদ্বেগের মধ্যে ছিলেন। বাচ্চারা স্কুলে যেতে শুরু করেছিল। সেক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ। আমি অভিভাবকদের কাছে আবেদন করছি, পার্শ্বপ্রতিক্রিয়া কী হবে, না হবে এসব ভাববেন না। যখনই ভ্যাকসিনেশন শুরু হবে দ্রুত বাচ্চাদের ভ্যাকসিন দেওয়াবেন।'