বিদেশ থেকে আসা সবার জন্য সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল ভারত
ওমিক্রনের সংক্রমণ বাড়ায় শুক্রবার আন্তর্জাতিক যাত্রীদের জন্য একটি সংশোধিত নির্দেশিকা জারি করেছে ভারত। এই নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে আসা সকল যাত্রীর জন্য ৭ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করা বাধ্যতামূলক।
আগামী ১১ই জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন নির্দেশিকা।
এর আগে শুধু 'ঝুঁকিপূর্ণ দেশগুলো' থেকে আগতদের জন্য কড়াকড়ি ছিল ভারতে। এখন যেকোনো দেশ থেকে ভারতে প্রবেশ করলেই কোয়ারেন্টাইন পালন করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, সাতদিনের কোয়ারেন্টাইনের পর অষ্টম দিনে আরটিপিসিআর টেস্ট করাতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে মুক্তি।
নতুন নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে আগত যাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নেওয়ার সার্টিফিকেট জমা দিতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও লাগবে। ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ার সুবিধা পোর্টালে রেজিস্ট্রেশন করে সেখানে এই তথ্য সংকলিত নথি আপলোড করতে হবে। পাশাপাশি গত দুই সপ্তাহের ভ্রমণের বিশদও জানাতে হবে পোর্টালে। ভারতের বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের নিজ খরচে কোভিড র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। এর জন্য ফ্লাইটে ওঠার আগেই রেজিস্ট্রেশন করতে হবে। এই নিয়মাবলীর বিশদ জানিয়ে ইতিমধ্যেই সব এয়ারলাইন্সগুলোকে চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের তরফ থেকে।
ভারত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশ ছাড়াও ১৮টি দেশকে অন্তর্ভুক্ত করেছে।
- সূত্র: হিন্দুস্তান টাইমস