দ্বারকা: এই শহরই কি ভারতের ‘আটলান্টিস’?
ভারতে সবচেয়ে পবিত্র বলে গণ্য তীর্থ নগরগুলির মধ্যে একটি হলো দ্বারকা। শুধু আধ্যাত্মিক কারণে নয় প্রত্নতাত্ত্বিক কারণেও যার রয়েছে গুরুত্ব। তবে আরও প্রাচীন দ্বারকা নাকি হারিয়েছে কালের গর্ভে, অথচ মহাভারতে কৃষ্ণের রাজত্ব হিসেবে সেই প্রাচীন সমৃদ্ধ নগরের উল্লেখ রয়েছে। বর্তমান যুগে গোমতী নদী যেখানে আরব সাগরে মিলিত ঠিক হয়েছে ঠিক সেখানেই প্রায় ৮৪ কিলোমিটার অঞ্চলজুড়ে গড়ে উঠেছিল এই দুর্গনগরী। পৌরাণিক কাহিনি অনুসারে, কৃষ্ণের মৃত্যুর পর প্রাচীন দ্বারকা তলিয়ে যায় আরব সাগরের গর্ভে।
বিংশ শতকের শেষভাগ থেকে ডুবে যাওয়া সেই নগরীর বাস্তবিক প্রমাণ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় প্রত্নতাত্ত্বিকরা। তারা চাইছেন হাজারো বছরের প্রাচীন সেই সমৃদ্ধ জনপদের অস্তিত্বকে প্রমাণ করতে।
তাদের সে চেষ্টার ফলে উদ্ধার হয়েছে প্রাচীন স্থাপনার প্রস্তরখণ্ড ও স্তম্ভ। তবে এসব নিদর্শন ঠিক কত বছর প্রাচীন তা নিয়ে রয়েছে ঘোর বিতর্ক। এবার তাই সাগরতলেই প্রাচীন দুর্গনগরীর দেওয়ালের সন্ধানে খননকাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রত্নতাত্ত্বিবিদেরা।
তারা যদি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বলে দাবি করা এই বসতির সন্ধান পান, তাহলে তা ভারতের ইতিহাসে অপরিসীম গুরুত্বের হয়ে উঠবে।
অনুসন্ধান চেষ্টার বিস্তারিত জানতে বিবিসির ভিডিওটি দেখুন -
- সূত্র: বিবিসি ফিউচার