পেরুতে ছয় মাসের মধ্যে চতুর্থ মন্ত্রিসভার শপথ
ছয় মাস আগে দায়িত্ব নেওয়া পেরু প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো তার চতুর্থ মন্ত্রিসভার শপথ নিয়েছেন গতকাল। তার সর্বশেষ প্রধানমন্ত্রীর স্থায়িত্ব ছিল মাত্র তিন দিন।
বার্তা সংস্থা আল জাজিরা জানায়, দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্যই এসেছে এই রদবদল। কাস্তিলো দায়িত্ব নেওয়ার পর থেকেই তার দলে চলছে এমন কোন্দল।
পেরুর ক্ষমতাসীন মার্কসবাদী ফ্রি পেরু পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন কাস্তিলো। কিন্তু নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে একধরনের দূরত্ব বজায় রাখছেন তিনি। রাষ্ট্রপতির মধ্যপন্থী অর্থনৈতিক নীতিকে মেনে নিচ্ছে না দলটি।
ডানপন্থী বিরোধী দলেরও আক্রোশের সম্মুখীন হচ্ছেন কাস্তিলো। তাকে একবার অভিশংসন করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দলটি।
মঙ্গলবার কাস্তিলোর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৯ বছর বয়সী অ্যানিবাল তোরেস। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি বিচার মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত সপ্তাহে পুলিশ বাহিনীর পদোন্নতি নিয়ে মতবিরোধের রেষ ধরে পদত্যাগ করেছিলেন কাস্তিলোর সর্বশেষ প্রধানমন্ত্রী মির্থা ভাসকেজ।
কাস্তিলো পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। দরিদ্রদের স্বার্থে লাতিন আমেরিকান দেশটির অর্থনীতি পুনর্গঠন করা হবে, এই মর্মে প্রচারণা চালিয়ে গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।
সূত্র: আল জাজিরা।