কোটা আন্দোলনে ১৫০ জন মারা গেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলকে ঘিরে এ পর্যন্ত ১৫০ জন মারা গেছে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন।
বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের প্রস্তাব গৃহীত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
এর আগে গতকাল রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলকে ঘিরে ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।