হিজাব-বিতর্ক: উত্তরপ্রদেশে নারী বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় হিজাব নিষিদ্ধের প্রতিবাদে নারীদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ।
ইন্ডিয়া ডটকম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভে বোরকা পরা জনৈক নারীকে পেটাচ্ছে একজন পুলিশ।
কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তাল গোটা রাজ্য। হিজাব নিষিদ্ধের মামলা আদালতে চলমান অবস্থায়ই গত রোববার এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর অনেকেই পুলিশের লাঠিচার্জের সমালোচনা করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, তারা ভিডিওর বিষয়টি তদন্ত করছে।
বিক্ষোভরত নারীদের বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ (এফআইআর) করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত কার্যক্রম চলছে।
ওই এফআইআরে পুলিশ বলেছে, গাজিয়াবাদের সানি বাজার রোডে অনুমতি ছাড়া ১৫ জন মুসলিম নারী সরকার-বিরোধী পোস্টার হাতে বিক্ষোভ করতে জড়ো হয়েছে বলে তারা খবর পায়। এ তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল সেখানে পৌঁছে এবং ওই নারীরা তখন স্লোগান দিতে থাকে। এর পরপরই পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়।
ভিডিও দৃশ্যে দেখা যায়, পুলিশ বাহিনী বিক্ষোভরত নারীদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করছে। লাঠি দিয়ে পেটাতে যাওয়ার সময় পুলিশকে থামানোর চেষ্টা করতে দেখা গেছে বোরকা পরা এক নারীকে।
বলে রাখা ভালো, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ওই ভিডিওটিকে বলা হচ্ছে তিন দিন আগের একটি ভিডিও যা গাজিয়াবাদের ঘটনার সময় ধারণ করা।
পুলিশের থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশের দাবি এই যে নারী বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করায় সেদিন ওই হাতাহাতির ঘটনা ঘটে।