যুদ্ধ নয়, কূটনৈতিক আলোচনায় আসুন- পুতিনকে ফোন মোদির
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের আবেদন জানিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবারই রাশিয়াকে সামরিক অভিযানে বিরত থাকার জন্য অনুরোধ করতে প্রধানমন্ত্রী মোদিকে তৎপর হওয়ার অনুরোধ জানিয়েছিলেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুতিনকে ফোন করে আলোচনার পথে সমস্যার সমাধানের অনুরোধ করলেন মোদি।
এদিনের ফোনালাপে ইউক্রেন নিয়ে রাশিয়ার অবস্থান মোদিকে জানান পুতিন। জবাবে নরেন্দ্র মোদি বলেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সহিংস পথ অবিলম্বে বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেছেন তিনি। সমস্যার সমাধানে সমস্ত পক্ষকে কূটনৈতিক পথ অবলম্বনের আবেদন জানান তিনি।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। বিশেষ করে সেদেশে অবস্থিত ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারতীয়দের ইউক্রেন ত্যাগে নিরাপদ পথ করে দিতে পুতিনকে অনুরোধ করেছেন মোদি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। গতকাল থেকেই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে একের পর এক বিস্ফোরণের খবর আসছে।