স্মার্ট পুতিনকে মোকাবিলায় ন্যাটো ও আমেরিকা গর্দভের মতো কাজ করছে: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'বুদ্ধিমত্তার' বিপরীতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমা সামরিকজোট ন্যাটো 'গর্দভের মত' আচরণ করছে। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, হোয়াইট হাউসের ক্ষমতায় এখন তিনি (ট্রাম্প) থাকলে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এই ঘটনা ঘটত না।
শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপিএসি) বক্তৃতাকালে এ মন্তব্য করেন ট্রাম্প। নিজের সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ২১ শতকে তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যাকে বিদেশে রাশিয়ার সামরিক আগ্রাসনের তদারকি করতে হয়নি।
"বুশের অধীনে রাশিয়া জর্জিয়ায় আক্রমণ চালিয়েছিল। ওবামার অধীনে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। বাইডেনের অধীনে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো", যোগ করেন তিনি।
তিনি বলেন, "আমরা একটি 'স্মার্ট' (তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন) দেশ ছিলাম। তবে, আমরা এখন একটি 'বোকা' দেশ।"
তিনি দাবি করেন, তার শাসনামলে 'আমেরিকাকে সম্মান করত রাশিয়া'। কিন্তু এখন রাশিয়ার সামনে জো বাইডেনকে 'দুর্বল' দেখাচ্ছে।
ট্রাম্প বলেন, "গত বছর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের করুণ প্রত্যাহার দেখার পরেই ইউক্রেনকে নির্মমভাবে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। পাশাপাশি তিনি দাবি করেন, রাশিয়ার 'স্মার্ট' নেতা পুতিন বাইডেনকে 'ড্রামের মতো বাজাচ্ছেন'।
পুতিনকে আবারও 'স্মার্ট' হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, "গতকাল সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি প্রেসিডেন্ট পুতিনকে স্মার্ট মনে করি কিনা। আমি বলেছি, অবশ্যই তিনি স্মার্ট।"
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব যে ধরনের নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নিয়েছে, তা পুতিনের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না; বরং ন্যাটোভুক্ত দেশ ও তাদের মিত্রদেরকে পুতিনের সামনে দুর্বল বলেই মনে হচ্ছে বলে মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে 'বিশেষ সামরিক অভিযান'-এর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেন বাধা দিলে, রাজধানী কিভেয়েও সামরিক আগ্রাসন চালাতে শুরু করে রুশ বাহিনী। চতুর্থ দিনের মতো আজও ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে ইউক্রেনজুড়ে।
সূত্র: ডেইলি মেইল, দ্য প্রিন্ট