টিকটকে এখন ১০ মিনিটের ভিডিও আপ্লোড করা যাবে
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ভিডিও'র সময়সীমা ১০ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। কয়েক বছর ধরেই বড় দৈর্ঘ্যের ভিডিও নিয়ে টেস্টিং চালাচ্ছিল কোম্পানিটি। কিছুদিন আগেই গত জুলাইতে ৩মিনিটের ভিডিও শেয়ারিংয়ের নতুন ফিচার আসে।
তবে ১০ মিনিটের নতুন এই ফিচার এখন পর্যন্ত সবচেয়ে বেশি দৈর্ঘ্যের।
"আমরা প্রতিনিয়তই আমাদের গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে কাজ করে চলেছি," দ্য ভার্জকে দেওয়া এক বিবৃতিতে বলেন কোম্পানিটির একজন মুখপাত্র। "গত বছর আমরা টিকটকে বড় দৈর্ঘ্যের ভিডিও বানানোর ফিচার আনি। এবার ১০ মিনিট পর্যন্ত দৈর্ঘ্য বাড়িয়ে আমরা বেশ আশাবাদী। আশা করি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সৃষ্টিশীল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এরকম আরও ফিচার আনতে পারব আমরা"।
ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে এ খবর জানানো হয়েছে, টুইটারে এ খবর শেয়ার করেছেন টিকটকের সোশাল মিডিয়া কনসালট্যান্ট ও এনালিস্ট ম্যাট নাভারা।
যদিও ছোট দৈর্ঘ্যের ভিডিও'র মাধ্যমেই টিকটক বিপুল জনপ্রিয়তা পেয়েছে, তবে বেশ কিছুদিন ধরে বড় দৈর্ঘ্যের ভিডিও নিয়ে কাজ করছে কোম্পানিটি। বড় দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুযোগ তৈরি হওয়ায় আরেক ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবের সঙ্গে টেক্কা দেওয়া সুযোগ হলো টিকটকের। তবে একইসাথে ব্যবহারীদের তথ্য সংগ্রহে কিছু বাধা আসতে পারে।
তবে টিকটকের আরেক প্রতিদ্বন্দ্বী ইনস্টাগ্রাম কিন্তু উল্টোপথে হাঁটছে। রিলের ফর্মে শর্ট ভিডিওর নতুন ফিচার এনেছে কোম্পানিটি। ইউটিউবের আছে 'শর্টস' স্ন্যাপচ্যাটের 'স্পটলাইট' ফিচার।
সূত্র: দ্য ভার্জ