রুশ সংবাদের উৎস বন্ধ করবেন না ইলন মাস্ক
প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, বিশ্বের একাধিক দেশের নেতা (ইউক্রেন নয়) তার স্টারলিংক ব্রডব্যান্ড সার্ভিসকে অনুরোধ করেছেন, রাশিয়ান সংবাদের উৎসগুলোকে ব্লক করে দিতে। কিন্তু স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা সাফ জানিয়ে দিয়েছেন, বন্দুকের নলের মুখে না পড়া পর্যন্ত তিনি এই কাজ করবেন না!
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যেই ইউক্রেনের জনসাধারণকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। কিন্তু রাশিয়ার সংবাদের উৎসগুলো বন্ধ করতে তিনি নারাজ। কারণ হিসেবে মাস্ক বলছেন, তিনি বাকস্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ।
ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ রাশিয়া-নিয়ন্ত্রিত সংবাদ নেটওয়ার্ক আর টি ও স্পুটনিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টুইটার, ইউটিউব, মেটাসহ অসংখ্য টেক জায়ান্ট।
রাশিয়ার সব সংবাদই প্রোপাগান্ডা- এক ইন্টারনেট ব্যবহারকারীর এমন মন্তব্যের জবাবে মাস্ক সাথে সাথে বলেন, "সব সংবাদের উৎসই আসলে আংশিক প্রোপাগান্ডা, কোনো কোনোটা আবার অন্যদের চেয়ে অনেক বেশি।"
পরবর্তীতে ৫০ বছর বয়সী এই বিলিয়নিয়ার আরও জানান, সিগন্যাল জ্যামিং কাটিয়ে উঠতে সাইবার নিরাপত্তার দিকে আরও মনোযোগ দিবে স্পেসএক্স। সে কারণে স্টারশিপ এবং স্টারলিংক ভি২ এর সেবায় খানিকটা দেরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার ইলন মাস্ক ইউক্রেনীয়দের স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম ব্যবহারে সতর্কতা অবলম্বন করার কথা বলেন। কারণ মাস্ক মনে করেন, যেহেতু স্টারলিংক একটি অ-রাশিয়ান স্যাটেলাইট ইন্টারনেট সেবা, তাই রাশিয়ানরা এটিকে টার্গেট করে এর পুরো সিস্টেম অকেজো করে দিতে পারে।
ইলন মাস্ক এও জানান, সংঘাতপূর্ণ এলাকার দিকে কিছু স্টারলিংক টার্মিনাল ঘন্টার পর ঘন্টা ধরে জ্যামে আটকে আছে। তবে সর্বশেষ সফটওয়্যার আপডেটের মাধ্যমে তার দলের কর্মীরা এই জ্যাম কিছুটা সরাতে সক্ষম হয়েছেন।
মাস্ক বলেন, এরপরে কি হয় তা দেখার জন্য কৌতূহল হচ্ছে তার!
মাস্ক মজার ছলে এও জানান যে, এর মাধ্যমে তার কোম্পানি বিনা পয়সায় গ্রাহকসেবার মান উন্নত করার সুযোগ পেয়েছে।
তবে এইসবের পাশাপাশি ইউক্রেনীয়দের সাথে সংহতি প্রকাশ করতে ভোলেননি এই ধনকুবের। মাস্ক ইউক্রেনীয়দের 'শক্ত' থাকতে বলেন এবং রাশিয়ার যারা এই যুদ্ধের বিরোধী, সেসব 'মহান মানুষের' প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা যেন সচল থাকে, সেজন্যে গেল বৃহস্পতিবার এক ট্রাকবোঝাই স্টারলিংক ইউজার টার্মিনাল ইউক্রেনে পাঠিয়েছেন ইলন মাস্ক।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস