রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেন পৌঁছেছেন ‘বিশ্বসেরা’ স্নাইপার ওয়ালি
রুশ সেনাদের বিরুদ্ধে লড়াতে স্বেচ্ছাসেবক হিসেবে ইউক্রেনে পৌঁছেছেন বিশ্বের অন্যতম সেরা স্নাইপার ওয়ালি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০১৫ ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে নিজে থেকেই ইরাকে গিয়েছিলেন ওয়ালি। আর এখন স্ত্রী ও ছেলেকে কানাডায় রেখে রুশ বাহিনীর মোকাবেলা করতে ইউক্রেন পৌঁছেছেন তিনি। এছাড়া, ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে কানাডার সশস্ত্র বাহিনীর সঙ্গে স্নাইপার হিসেবে দুইবার আফগানিস্তানেও গিয়েছেন ৪০ বছর বয়সী এই শার্পশুটার।
প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে থাকা মানুষকে নিজের অস্ত্র দিয়ে নিখুঁত টার্গেট করতে পারেন ওয়ালি। এভাবেই বিশ্বের অন্যতম সেরা স্নাইপারের খেতাব পেয়েছেন তিনি।
ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন মোকাবেলায় বিদেশি যোদ্ধাদের স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বাহিনীর সঙ্গে যেকোনো স্বেচ্ছাসেবক যোগ দিতে পারবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। তার ডাকেই সাড়া দিয়েছেন স্নাইপার ওয়ালি।
ইউক্রেনের ডনবাস এলাকায় খাবার পৌঁছানোর কাজে ও মানবিক সহায়তায় নিয়োজিত এক বন্ধু সঙ্গে শুক্রবার (১১ মার্চ) যোগাযোগ হয় ওয়ালির।
ফ্রেঞ্চ-কানাডিয়ান প্রকাশনা লা প্রেসেকে তিনি বলেন, "তিনি আমাকে বলেছিলেন, তাদের একজন স্নাইপার দরকার। এই কথাটি আমারে ক্ষেত্রে ফায়ার অ্যালার্মের মতোই কাজ করেছে। সেখানে আমাকে যেতেই হবে।"
"আমি মানবিক কারণেই সেখানে যাচ্ছি", যোগ করেন তিনি।
সংবাদমাধ্যম সিবিসি-কে ওয়ালি জানিয়েছেন, যাত্রাপথে তার সঙ্গে কানাডার আরও ৩ জন সাবেক সেনা সদস্য ছিলেন। ওয়ালিকে তারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন।
"তারা আমাকে পেয়ে খুবই খুশি হয়েছিলেন। মনে হচ্ছিল যেন আমরা দীর্ঘদিনের বন্ধু", যোগ করেন ওয়ালি।
একসঙ্গে তারা পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
- সূত্র: দ্য মিরর