ইউক্রেনে রুশ আগ্রাসনে বাড়ছে তেলের দাম, ভাগ্য ফিরছে মার্কিন তেল টাইকুনদের
ইউক্রেনে রুশ আগ্রাসন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে তুলেছে। আর এর মাধ্যমে মার্কিন তেল ও গ্যাস ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন বলে জানা গেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন সংকটের কারণে সৃষ্ট অস্থিতিশীল তেলের বাজারের সুযোগে মার্কিন এক কোম্পানি প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন।
শুক্রবারে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে আমেরিকান তেল টাইকুন ও শিল্পপতিদের সম্মিলিত নিট আয় হয়েছে ২৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি।
ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার তেল, গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা ও দাম দুটই বাড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য বেড়েছে প্রায় ৩২ শতাংশ।
যুক্তরাষ্ট্রের কন্টিনেন্টাল রিসোর্সেস ইনক-এর যুগ্মপ্রতিষ্ঠাতা হ্যারল্ড হ্যাম, ব্লুমবার্গের সম্পদ সূচকে ২৮ ধাপ এগিয়ে এখন ৯৩তমতে অবস্থান করছেন। প্রতিবেদন অনুযায়ী, ৭৬ বছর বয়সী এই শিল্পপতি বর্তমানে ১৮.৬ বিলিয়ন ডলার সম্পদের মালিক। কিন্ডার মর্গান ইনক-এর যুগ্মপ্রতিষ্ঠাতা রিচার্ড কিন্ডারের মোট সম্পত্তিও বেড়েছে। জানা গেছে, কোম্পানিতে তার অংশীদারিত্ব বৃদ্ধি পেয়ে সাড়ে ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানো আগে থেকেই আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস কোম্পানিগুলোর আয় বাড়ছিল। কোভিড-১৯ মহামারির বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে তেলের চাহিদা বাড়াতে থাকলেও সরবরাহ স্বল্পতার কারণে দাম বৃদ্ধি পাচ্ছিল। আর ওই পরিস্থিতিতে ইউক্রেন সংকট যোগ করেছে নতুন মাত্রা।
এদিকে, আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) শুক্রবার বিশ্বব্যাপী তেলের চাহিদা কমাতে ১০-দফা সম্বলিত একটি পরিকল্পনা প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, এই 'জরুরি ব্যবস্থা' চার মাসের মধ্যে দৈনিকভিত্তিতে ২.৭ মিলিয়ন ব্যারেল তেলের চাহিদা কমাতে সক্ষম। আইইএ-এর মতে, ইউক্রেন সংকট বিগত কয়েক দশকের মধ্যে বিশ্বকে সবচেয়ে বড় তেল সংকটের মুখোমুখি করেছে। ওপেকের সেক্রেটারি-জেনারেল মোহাম্মদ সানুসি বারকিন্দো সম্প্রতি বলেছেন, "বিশ্বের কোথাও এমন সক্ষমতা নেই, যা রাশিয়া দৈনিক উৎপাদিত ৭ মিলিয়ন ব্যারেল তেলের প্রতিস্থাপন হিসেবে কাজ করতে পারে।"
ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড চলতি সপ্তাহে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এই মাসের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ১৩৯ মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে।
- সূত্র: বিজনেস ইনসাইডার