৩১ মার্চ থেকে সব কোভিড বিধিনিষেধ তুলে নিচ্ছে ভারত, তবে জনসম্মুখে পরতে হবে মাস্ক
করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর আগামী ৩১ মার্চ থেকে সবধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে ৩১ মার্চের পর, নতুন করে আর কোনো বিধিনিষেধ থাকছে না। তবে জনসম্মুখে মাস্ক পরার বাধ্যবাধকতা এখনও বহাল রেখেছে দেশটির সরকার।
বুধবার (২৩ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ভারতীয় অর্থনৈতিক দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদন সূত্রে এ সংবাদ জানা গেছে।
প্রতিবেদনে প্রকাশ, ২০২০ সালের ২৪ মার্চ দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা ও বিধিনিষেধ জারি করা হয়। সেসময় দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন (ডিএম অ্যাক্ট) অনুযায়ী, প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
দেশটির বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্ল বলেন, 'মহামারি পরিস্থিতির সামগ্রিক উন্নতি এবং সরকারের বর্তমান প্রস্তুতি বিবেচনায় কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।' সাধারণ জনতা এখন অনেক সচেতন বলেও উল্লেখ করেন তিনি।
মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতের হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়নসহ, চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাগুলোও নিজস্ব সক্ষমতা ও ব্যবস্থা তৈরি করেছে এবং মহামারি মোকাবিলায় তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করেছে।"
সর্বশেষ ৭ সপ্তাহে দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে বলেও জানান তিনি।
গত ২২ মার্চ, দেশটিতে নতুন করে ২৩,৯১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে দেশটিতে কোভিড শনাক্তের হার ০.২৮ শতাংশ। এ পর্যন্ত দেশটিতে ১৮১.৫৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।
তবে এরপরও দেশটির সাধারণ মানুষদের সাবধানে থাকার আহ্বান জানান সচিব। কোনো রাজ্য বা অঙ্গরাজ্যে কোভিডের হার বেড়ে গেলে- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সংশ্লিষ্ট রাজ্য সরকার, এমনটিও জানান অজয় ভল্ল।
- সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড (ইন্ডিয়া)