বিরোধীদের জন্য রয়েছে ‘বিরাট চমক’, পদত্যাগ নিয়ে ইমরান খান
রাষ্ট্রের নির্বাহী প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিরোধীদের 'অনাস্থা প্রস্তাবে' জয়ী হবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন।
প্রায় দুই বছর ধরে ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এরই পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলীয় এমপিরা। এমনকি বিরোধীদের সঙ্গে ইমরান খানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কিছু সদস্যও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠেছে।
এ সপ্তাহেই পিটিআইর প্রতিষ্ঠাতা সদস্য নাজিব হারুন ইমরান খানের পদত্যাগ চেয়ে এক বিবৃতিতে বলেন, "ইমরান খানের পদত্যাগই চলমান সংকট সমাধানের একমাত্র পথ।"
এদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান জানিয়েছেন, পদত্যাগ নয় বরং বিরোধীদের জন্য সামনে বড় ধরনের 'চমক' অপেক্ষা করছে।
তিনি বলেন, "বিরোধীরা ইতোমধ্যে তাদের সমস্ত চাল চেলেছেন; এখন তারা সামনে একটি বড় চমক দেখতে চলেছে।"
পদত্যাগ না করার ব্যাপারে ইমরান জোর দিয়ে বলেন, "যুদ্ধ শেষ হওয়ার আগেই কি আমি চোরদের চাপে হাল ছেড়ে দেব?"
"এটি কারও ভুল ধারণা হতে পারে যে, আমি চুপচাপ ঘরে বসে থাকব", যোগ করেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে দায়ের করা যৌথ বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের কার্যক্রম শুরুর দুইদিন আগে পদত্যাগের ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
তবে, বিরোধীদের দায়ের করা অনাস্থা প্রস্তাব আমলে নিয়ে আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) ভোটাভুটির দিন ধার্য করেছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার। পাকিস্তানের পার্লামেন্টারি নিয়ম অনুযায়ী, আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ৭ দিনে তিন ধাপে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে।
বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, সামরিক বাহিনীর সমর্থনে এখনও পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় টিকে আছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
- সূত্র: ডউন