সংসদ অধিবেশন স্থগিত, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা পেছাল
পাকিস্তানের জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর আগেই ২৮ মার্চ পর্যন্ত অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে।
সংসদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। পাকিস্তানের মৃত সংসদ সদস্য খেয়াল জামান, সাবেক প্রেসিডেন্ট রফিক তারার ও সিনেটর রহমান মালিকের জন্য দোয়া করা হয়। এর পরপরই আগামী ২৮ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবি ঘোষণা করেন স্পিকার আসাদ কায়সার।
তিনি বলেন, কোনো সংসদ সদস্যের মৃত্যুর পর তার সম্মানে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। ঐতিহ্য অনুযায়ী মৃত্যুর পরবর্তী অধিবেশন তার জন্য দোয়া করে সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে, ২৪ বার এমনটা হয়েছে বলে উল্লেখ করেন পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার।
আজকের অধিবেশনে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইন ইনসাফের (পিটিআই) শাহ মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসার ওমর এবং আলি মোহাম্মদ খান, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) ড. ফাহমিদা মির্জা।
বিরোধীপক্ষ থেকে শেহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং কো-চেয়ার আসিফ আলি জারদারি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এরই পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলীয় এমপিরা। এমনকি বিরোধীদের সঙ্গে ইমরান খানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কিছু সদস্যও রয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠেছে।
সূত্র: ডন, পিটিভি নিউজ