জেড, ভি-এর মতো ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিহ্নগুলোর অর্থ
গত মঙ্গলবার মহাকাশে একটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া, যার গায়ে স্পষ্ট করে লেখা ছিল ইংরেজি অক্ষর 'জেড' (Z)। ইউক্রেনে সামরিক অভিযানের সমর্থনসূচক চিহ্ন হিসেবে এই জেডকে ব্যবহার করছে রাশিয়া।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ সামরিক যানগুলোতে এই চিহ্নের উপস্থিতি নিয়মিত হয়ে উঠেছে।
এছাড়া রাশিয়ান সমর্থকদের 'জেড'-চিহ্ন সম্বলিত টি-শার্ট পরে র্যালিতে নামতে দেখা গেছে। এরকম এক র্যালিতে যোগ দিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন রুশ অলিম্পিয়ান ইভজেনি রিলভ। পদকজয়ী এই সাঁতারুকে এজন্য বেশ কয়েকটি স্পন্সরশিপ হারাতে হয়েছে, পড়তে হয়েছে তদন্তের মুখে।
বর্তমান পরিস্থিতিতে চিহ্ন হিসেবে 'জেড' অক্ষরের অর্থ তাই রাশিয়ান আগ্রাসনকে সমর্থন দেওয়া। ২০২১ সালের মার্কিন নির্বাচনের সময় 'কিউ' অক্ষরটি যেমন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার সমার্থক হয়ে পড়েছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ট্রাম্প সমর্থকরা যখন ক্যাপিটল হিল ঘেরাও করে, তাদের হাতে ছিল 'কিউ' অক্ষর লেখা প্ল্যাকার্ড।
মূলত, ডানপন্থী ষড়যন্ত্র তাত্ত্বিক 'কিউঅ্যানন' (একটি ইন্টারনেট সত্ত্বা) সমর্থকদের জন্যই নির্বাচনবিরোধীতার প্রতীক হয়ে উঠেছিল 'কিউ'।
'ভি' চিহ্ন
ইউক্রেনে চলমান সামরিক আগ্রাসনে রুশ শিবিরে এই চিহ্নটিও বেশ ব্যবহৃত হচ্ছে। অনেকে বলে থাকেন, 'ভি' (V) দিয়ে রাশিয়ার ভিক্টরি বা বিজয়কে বুঝানো হচ্ছে।
তবে দ্য স্কটসম্যান পত্রিকার মতে, 'ভি' একটি রুশ প্রবাদের সঙ্গে সংযুক্ত, যার অর্থ 'সত্যই শক্তি' এবং 'কাজ সম্পন্ন হবে'।
শান্তির চিহ্ন
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী, ১৯৫৮ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণের সময় ব্রিটিশ প্রচারণার স্বার্থে আধুনিক শান্তি চিহ্নটি ডিজাইন করেন জেরাল্ড হোলটম। রুশ আগ্রাসনের প্রতিবাদ জানাতে বিশ্বজুড়ে এই চিহ্নটি ব্যবহার করছেন অনেকে।