‘আপনারা রাস্তায় নামুন’, অনাস্থা ভোটের আগে ইমরানের আহ্বান
অনাস্থা ভোটের আগে দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২ এপ্রিল) দেশের সাধারণ জনগণের প্রতি এ আবেদন জানান তিনি।
এদিকে এই অনাস্থা ভোটের মাধ্যমেই পদ থেকে সরতে হতে পারে ইমরান খানকে। তার আগে অনেকটা শেষ চেষ্টার অংশ হিসেবে জনগণের সাহায্য চেয়েছেন তিনি। সেইসঙ্গে আবারও দাবি করেছেন, বিদেশি চক্রান্তকারীরা পাকিস্তানের নেতৃত্বকে পরিবর্তন করতে চাইছে।
অতীতে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার পুরো মেয়াদ পূরণ করেননি। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন ইমরান খান। এরপর থেকে এবারই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি।
ইমরান খান দেশবাসীর উদ্দেশ্য়ে বলেছেন, "কীভাবে এর মুখোমুখি হবো সেই পরিকল্পনা করছি। আমি চাই মানুষ যেন এ ব্যাপারে নজর রাখেন। যদি এটা অন্য দেশে হত তবে মানুষ আজ রাস্তায় নামতেন। আজ অথবা কাল আপনারা রাস্তায় নামুন। এই আহ্বান জানাচ্ছি আমি।"
"এই দেশের স্বার্থে, আপানাদের আগামীদিনের স্বার্থে এটি করুন। কোনো দল আপনাদের বিষয়ে জোর করবে না। আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য আজ আপনারা রাস্তায় নামুন। আপনারা বলুন যে, আপনারা জেগে আছেন", এআরওয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ইমরান।
তিনি আরও বলেন, "আগামী কালের জন্য একটি পরিকল্পনা আছে। আপনাদের এ নিয়ে উদ্বেগের কিছু নেই। আমি এটি দেখাব ও সংসদে তাদেরকে পরাজিত করব।"
এর আগে শুক্রবার (১ এপ্রিল) ইমরান দাবি করেছিলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে। চক্রান্তকারীরা তাকে হত্যা করতে পারে। বিশ্বাসযোগ্য সূত্র থেকেই ওই তথ্য পাওয়ার দাবি করেন তিনি। সেইসঙ্গে আরও জানান, হুমকির মুখেও তিনি মোটেই বিচলিত নন এবং শেষ পর্যন্ত তিনি পাকিস্তানের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন।
- সূত্র: এনডিটিভি