পাকিস্তানে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি আবারো মুলতবি
স্থানীয় সময় সাড়ে ৯টা পর্যন্ত প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি আবারো পিছিয়েছেন দেশটির পার্লামেন্ট- জাতীয় পরিষদের স্পিকার। সকাল সাড়ে ১০টা থেকে এনিয়ে চারবার ভোটাভুটি মুলতুবি রাখা হলো।
পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ জানাচ্ছে, এশার নামাজের বিরতির পর সাড়ে ৯টার দিকে অধিবেশন শুরুর পরবর্তী সময় নির্ধারিত হয়েছে।
এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী, অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি সারতে হবে রাত সাড়ে দশটার মধ্যে। কিন্তু পরিস্থিতি দেখে তেমন কোনও ইঙ্গিত পাচ্ছেন না পাকিস্তানের সাংবাদিকদের একটি অংশ। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি আদালত অবমাননা হতে চলেছে?
এর আগে গতকাল ৮ এপ্রিল পাকিস্তানের সর্বোচ্চ আদালত, প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়া ও অনাস্থা প্রস্তাবে ডেপুটি স্পিকারের ভোটাভুটি নাকচকে 'অসাংবিধানিক' বলে রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে পার্লামেন্ট পুনর্বহাল হয়। জাতীয় পরিষদে বিরোধী জোটের ১৭৬ আইনপ্রণেতা অনাস্থা প্রস্তাব পাশের পক্ষে অবস্থান নেওয়ায় ভোটাভুটিতে ইমরানের জয়ের কোনো সম্ভাবনা নেই।
আরেকদিকে আবার রাত ন'টায় ইমরান নিজের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। ফলে পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে, তা নিয়ে বুঝে উঠতে পারছে না স্থানীয় গণমাধ্যম।
- সূত্র: দ্য নিউজ, আনন্দবাজার