রাশিয়ার জ্বালানি কেনা নিয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে ভারতকে সতর্ক করেছে আমেরিকার। হোয়াইট হাউস মনে করে, ইউক্রেনে রুশ আগ্রাসন দেখার পর রাশিয়া থেকে জ্বালানি কেনা আদৌ উচিত কি না তা ভারতের ভেবে দেখা উচিত।
সোমবার হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ওই বৈঠকে ইউক্রেন-রাশিয়া সংকট নিয়ে কথা হলেও মোদিকে রাশিয়ার থেকে জ্বালানি কেনা নিয়ে সরাসরি কোনো প্রশ্ন করেননি বাইডেন। তবে, হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সরাসরি না বললেও আমেরিকা বিশ্বাস করে, ভারতের রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার বিষয়ে কিছুটা বিরত থাকা উচিত। কারণ ভারতের এমন আচরণ ইউক্রেন সংকটে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন তৎপরতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মোদির সঙ্গে জ্বালানি নিয়ে কথা না হলেও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। এ আলোচনা ভবিষ্যতে দুই দেশের উন্নয়নেই কাজে আসবে। তবে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে মার্কিন প্রত্যাশা অনুযায়ী ভারত নিজেই সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করছে হোয়াইট হাউস।
- সূত্র: রয়টার্স