বেশিরভাগ পাকিস্তানী ইমরান খানের অপসারণকে সমর্থন করছেন, প্রকাশ জরিপে
পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয় আনন্দিত অধিকাংশ পাকিস্তানী নাগরিক। সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমন তথ্যই জানানো হয়েছে।
জরিপে অংশ নেওয়া দক্ষিণ এশীয় দেশটির ৫৭ শতাংশ ব্যক্তি জানান, ইমরানের বিদায়ে তারা 'খুশি'। তবে ইমরানের সমর্থন যে কম নয়, সে প্রমাণও মিলেছে। কারণ, ৪৩ শতাংশ এ ঘটনায় তাদের 'ক্ষোভ' প্রকাশ করেন।
রোববার মধ্যরাতের পর এ সমীক্ষাটি চালায় গ্যালাপ পাকিস্তান। তার কয়েক ঘণ্টা আগেই পার্লামেন্টে ভোটাভুটিতে ক্ষমতা হারান ইমরান খান।
জরিপ পদ্ধতি ছিল অনির্বাচিত। এজন্য গড়পড়তা একটি নাম্বার ডায়াল করে মতামত জানতে কল করা হয় দেশটির ১০০টি জেলার এক হাজার নারী ও পুরুষকে।
তাদের মধ্যে যারা সাবেক এ ক্রিকেট তারকার ক্ষমতা থেকে বিদায়কে ইতিবাচক অগ্রগতি বলে মত দিয়েছেন, তারা ইমরান খানের পিটিআই সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়েই বেশি অসন্তোষের কথা জানান।
আর যারা এ ঘটনায় নাখোশ, তাদের অধিকাংশ এ মতামতের পেছনে প্রধান কারণ হিসেবে "ইমরান খান একজন সৎ প্রধানমন্ত্রী" ছিলেন বলে উল্লেখ করেছেন।
পাকিস্তানের জনগণের মধ্যে অর্থনীতির অব্যবস্থাপনা, চড়া মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি নিয়ে ইমরান খানের বিরুদ্ধে সমালোচনা রয়েছে। চলতি মাসেই মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন বিনিময় হারে নেমে আসার রেকর্ড হয় পাকিস্তানী রুপির। অথচ, ইমরান তার নির্বাচনী অঙ্গীকারে একটি শক্তিশালী অর্থনীতি গঠনের কথা বলেছিলেন।
ইমরানের অপসারণের পর থেকে তার বিপুল সংখ্যক সমর্থক দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করছে। ইমরানের অভিযোগ 'বিদেশী ষড়যন্ত্রে তার সরকারকে উৎখাত করা হয়েছে'। এজন্য তিনি সরাসরি দায়ী করেছেন আমেরিকাকে (মার্কিন যুক্তরাষ্ট্র)। উল্লেখ্য, পাকিস্তানের অধিকাংশ দলই একজোট হয়ে ইমরানকে ক্ষমতাচ্যুত করেছে। এতে তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোয়, ক্ষমতাও হারায়।
তবে আমেরিকার সাথে ষড়যন্ত্রে জড়িত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাইডেন প্রশাসন ও পাকিস্তানের ইমরান বিরোধী শিবির উভয়পক্ষই।
কিন্তু, হার মানতে নারাজ ইমরান। তিনি অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছেন।
বর্তমানে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)- পিএমএলএন সভাপতি শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই, যিনি টানা তিনবার দেশ পরিচালনা করেছেন।
উল্লেখ্য, গ্যালাপ আমেরিকার ওয়াশিংটন ডিসি- ভিত্তিক একটি জরিপ ও তথ্য বিশ্লেষক সংস্থা। নানান সমীক্ষা পরিচালনায় সংস্থাটির সুনাম রয়েছে।
সূত্র: ব্লুমবার্গ