রুবলের বিনিময়ে রাশিয়া থেকে গ্যাস কিনছে ৪ ইউরোপীয় দেশ
ইউক্রেনের পক্ষ নেওয়া পোল্যান্ড এবং বুলগেরিয়াতে বুধবার গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। রুশ জ্বালানি সংস্থা গ্যাজপ্রমের সাথে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, ভ্লাদিমির পুতিন সরকারের এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্তত চারটি জ্বালানি সংস্থা সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে গোপনে বোঝাপড়া করেছে।
নতুন নিয়ম অনুযায়ী রুবলেই গ্যাস কিনছে তারা।
জ্বালানির দাম মেটানোর জন্য ইউরোপের অন্তত ১০টি কোম্পানি গ্যাজপ্রমের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে বলেও ওই সূত্রে জানানো হয়েছে। রুবলের মাধ্যমে জ্বালানির দাম মেটানোর জন্যই এই পদক্ষেপ।
এর ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংশ্লিষ্ট চারটি দেশে রুশ জ্বালানি সরবরাহ অক্ষুন্ন থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার গ্যাজপ্রম জানায়, পোল্যান্ড ও বুলগেরিয়া জ্বালানির মূল্য রুবলে দিতে পারেনি বলে তাদের ওই সিদ্ধান্ত নিতে হয়েছে।
যদিও সেই যুক্তি মানতে রাজি হয়নি ইউরোপের দেশগুলো। কারণ যুদ্ধের শুরুতেই রাশিয়া হুমকি দিয়েছিল, ইউক্রেনের পাশে যারা দাঁড়াবে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে।
বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়াকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে পুতিন সরকার। বুলগেরিয়ার দাবি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য রাশিয়া তাদের সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু তা অমান্য করা হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বুধবার জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্যরাষ্ট্র পোল্যান্ড ও বুলগেরিয়ার বিরুদ্ধে মস্কোর ওই পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে। এর পরই জানা গেল রাশিয়ার সঙ্গে ইউরোপের একাধিক সংস্থার গোপন বোঝাপড়ার কথা।
- সূত্র- টাইমস অব ইন্ডিয়া