ইউক্রেনের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা: মস্কো
রাশিয়ার সশস্ত্র বাহিনী বুধবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের দিন সকালে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক দূরপাল্লার লক্ষ্যভেদী হামলা চালিয়েছে। হামলার কথা জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রুশ মিসাইল এবং ড্রোন ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের সহায়ক জ্বালানি অবকাঠামোর গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।
রাশিয়ান বাহিনী তাদের হামলার উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে পেরেছে বলে দাবি করেছে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আলেক্সি কুলেবা দাবি করেছেন, মস্কো এ হামলায় প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি কামিকাজে ড্রোন ব্যবহার করেছে।
ইউক্রেনের ৬টি অঞ্চলে এসব হামলা চালানো হয়। এতে দেশটির বিদ্যুৎ সরবরাহ ও শীতকালে ঘরবাড়ি উষ্ণ রাখার সমস্যা আরও জটিল হয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ান মিসাইল ও ড্রোন শনাক্ত করার পর পাওয়ার গ্রিড স্থিতিশীল রাখতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশেঙ্কো বলেছেন, ক্ষতির পরিমাণ কমানোর জন্য এ পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এ হামলা করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে 'ক্রিসমাসের দিনকে ঠিক করেছে'।
উল্লেখ্য, ইউক্রেনের প্রধান ধর্মীয় সম্প্রদায় অর্থোডক্স খ্রিস্টানরা ভিন্ন ক্যালেন্ডার ব্যবহার করেন। তাই তারা ক্রিসমাস ৭ জানুয়ারি উদযাপন করবেন।
রাশিয়ান সামরিক বাহিনী এর আগে জানিয়েছে, এটি দেশের অভ্যন্তরে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ২৬টি ড্রোন বেলগোরোড অঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
বুধবার সকালে দক্ষিণ রাশিয়ার শহর ভ্লাদিকাভকাজের একটি শপিং মলে শক্তিশালী বিস্ফোরণে আগুন ধরে যায়। আঞ্চলিক প্রধান সের্গেই মেন্যাইলো জানিয়েছেন, এ বিস্ফোরণ সম্ভবত কোনো ভূপাতিত ড্রোনের কারণে ঘটেছে। বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন।