ইউক্রেনের বিমানঘাঁটিতে মার্কিন অস্ত্র চালানের ওপর রাশিয়ার হামলা
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে সাহায্য করে আসছে ইউক্রেনকে। নিয়মিতই দেশটিতে বড় অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনকে সাহায্য করার কারণে পশ্চিমাশক্তিকে বারবার সতর্ক করে দিচ্ছে রাশিয়া। এবার ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে মার্কিন অস্ত্রের চালান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের ওডেসার কাছে অবস্থিত ওই বিমানঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন অস্ত্র ধ্বংস করার পাশাপাশি বিমানঘাঁটির রানওয়ে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া।
ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মারচেনকো বলেছেন, রাশিয়া ক্রিমিয়া থেকে ব্যাস্টিয়ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে।
আমেরিকা সম্প্রতি ৩৩ বিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা করে ইউক্রেনের জন্য। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খারকিভ অঞ্চলে দুইটি ইউক্রেনিয়ান সুখোই-২৪ যুদ্ধবিমানকে ধ্বংস করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (৩০ এপ্রিল) দাবি করেছেন, চলমান যুদ্ধে এখনও পর্যন্ত ২৩ হাজারেরও বেশি রাশিয়ান সৈন্য মারা গিয়েছে। এদিকে যুদ্ধ এবং পরস্পরবিরোধী হুঁশিয়ারি সত্ত্বেও দুই দেশের শান্তি আলোচনা চলছে বলে জানা গিয়েছে। তবে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথ দুর্গম হচ্ছে।
সূত্র: রয়টার্স